গোর্খাল্যান্ডই দাবি,জানিয়ে দিল জাপ

‘‘যতদিন জাপ থাকবে ততদিন গোর্খাল্যান্ডের দাবিও থাকবে। জাপের দাবিদাওয়ার মধ্যে প্রধান হল গোর্খাল্যান্ড।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৮ ০৩:১১
Share:

হরকাবাহাদুর ছেত্রী।

গোর্খাল্যান্ডের দাবিই প্রধান বলে প্রতিষ্ঠা দিবসের সভায় জানিয়ে দিলেন জন আন্দোলন পার্টির নেতৃত্ব। শনিবার শিলিগুড়ির বাঘা যতীন পার্কের ওই সভায় দলের সভাপতি হরকা বাহাদুর ছেত্রী উপস্থিত থাকতে পারেননি। তবে তাঁর বক্তব্যের রেকর্ড শোনানো হয়। তাতে তিনি জানান, ‘‘যতদিন জাপ থাকবে ততদিন গোর্খাল্যান্ডের দাবিও থাকবে। জাপের দাবিদাওয়ার মধ্যে প্রধান হল গোর্খাল্যান্ড।’’

Advertisement

কালিম্পঙে প্রতিষ্ঠাদিবস পালনের জন্য সভার অনুমতি পায়নি জাপ। বাঘা যতীন পার্ক শিলিগুড়ি পুরসভার অধীনে। এ দিন শিলিগুড়িতে সভা করতে পারার জন্য মেয়র অশোক ভট্টাচার্যকে এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন জাপের সহসভাপতি অমর লামা এবং অন্যরা। অমর লামা বলেন, ‘‘দার্জিলিঙের রাজনৈতিক পরিস্থিতি ঠিক নেই। কে সামলাবে, আর কোন পথে তা যাবে বোঝা যাচ্ছে না। পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে নয়। দার্জিলিং সমস্যার রাজনৈতিক সমাধান চাই।’’ সহ-সভাপতির দাবি, তাঁরা কোনও সরকারি ভবনের ক্ষতি করেন না। পুলিশকে আক্রমণ করেন না। অথচ তাঁদেরই সভা করতে দেওয়া হচ্ছে না। কেউ কেউ সরকারি অর্থে জনসভা করছেন বলেও তোপ দাগেন অমর। দার্জিলিঙের পরিস্থিতি নিয়ে দু’দফায় দ্বিপাক্ষিক বৈঠকে জাপ অংশ নিয়েছি। কিন্তু তাদের অন্ধকারে রেখে ভিতরে ভিতরে কথা বলে জিটিএ’র নতুন বোর্ড গড়া হয়েছে বলে জাপের অভিযোগ। এর প্রতিবাদেই তারা দ্বিপাক্ষিক বৈঠকে যাচ্ছেন না বলে জানান অমর।

দু’বার পাহাড় থেকে বিজেপির সাংসদ লোকসভায় গেলেও পাহাড়ের অসুবিধার সময় তারা আসছেন না কেন সেই প্রশ্ন তুলেছে জাপ। তাই পাহাড়ে বিজেপি’কে আর সমর্থন না করার জন্য আহ্বান জানান অমর লামা। সভা থেকে পাহাড়ের চা শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি দাবিও তুলেছে জাপ। অমর বলেন, ‘‘চা বাগান এবং সিঙ্কোনা চাষের শ্রমিকরা খাদ্য সুরক্ষা আইনবলে রেশন পাচ্ছেন না। তাঁদের সেই অধিকার দিতে হবে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন