জয়শ্রী টেক্সটাইলস
শ্রমিক-মালিক বিরোধের জেরে দু’মাস ধরে বন্ধ ছিল উৎপাদন। অবশেষে কাটল জট। আজ, মঙ্গলবার থেকে ফের উৎপাদন চালু হচ্ছে রিষড়ায় আদিত্য বিড়লা গোষ্ঠীর জয়শ্রী টেক্সটাইলস কারখানায়।
সোমবার সন্ধ্যায় শ্রীরামপুরের ডেপুটি শ্রম কমিশনারের দফতরে আগামী পাঁচ বছরের জন্য শ্রমিকদের পাওনা সংক্রান্ত বিষয় নিয়ে মালিকপক্ষের সঙ্গে শ্রমিক সংগঠনের চুক্তি স্বাক্ষরিত হয়। তার আগে ত্রিপাক্ষিক বৈঠক হয়। কারখানার আটটি শ্রমিক সংগঠনের প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন। সাতটি সংগঠনের প্রতিনিধি চুক্তিতে সই করেন।
ডেপুটি শ্রম কমিশনার পার্থপ্রতিম চক্রবর্তী বলেন, ‘‘সমস্যা মিটে গিয়েছে। দৈনিক মজুরি, বোনাস, মহার্ঘ ভাতা-সহ সব ব্যাপারেই চুক্তি হয়েছে।’’ কারখানার অন্যতম কর্তা রঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘মঙ্গলবার সকাল ৬টা থেকে কারখানা খুলবে।’’ কারখানার সিটু নেতা দীনেশ প্রসাদ বলেন, ‘‘বিভিন্ন শ্রমিক সংগঠন লড়াই করে দাবিদাওয়ার অনেকটাই আদায় করেছে।’’ আইএনটিটিইউসি নেতা অন্বয় চট্টোপাধ্যায়, তপন কার্ফাদের বক্তব্য, শ্রম দফতরের প্রচেষ্টায় সমস্যা মিটেছে। সব দাবি পূরণ না হলেও নতুন চুক্তি শ্রমিকদের পক্ষে ভাল হবে।
শ্রমিক-মালিক বিরোধের জেরে ৩১মে সমস্যার সূত্রপাত হয়েছিল। ৪ জুন থেকে কাজ বন্ধ করে দেন শ্রমিকরা। ২৫ জুন কারখানা ‘লক আউট’ ঘোষণা করেন কর্তৃপক্ষ। পাঁচ হাজার শ্রমিক ও তাঁদের পরিবারের লোকজন সমস্যায় পড়েন। কারখানা বন্ধের প্রভাব পড়ে স্থানীয় অর্থনীতিতে। উদ্ভুত পরিস্থিতি নিয়ে শ্রম দফতরের মধ্যস্থাতায় প্রায় কুড়িটি বৈঠক হয়। শেষ পর্যন্ত শনিবার রাতভর ত্রিপাক্ষিক বৈঠকে জট কাটার ইঙ্গিত মেলে।