JDU

JDU: রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে ডাক জেডি (ইউ)-এরও

ভারত সভা হলে মঙ্গলবার দলের তরফে ‘ভারত ছাড়ো’ আন্দোলনের ৮০ বছর পূর্তি উদযাপনের পাশাপাশিই সদস্যকরণের কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২২ ০৯:০২
Share:

জেডি (ইউ)-এর সভা কলকাতায় ভারত সভা হলে

এনডিএ জোটের সরকার ভেঙে দিয়ে বিহারে যে দিন ফের পট পরিবর্তন ঘটালেন নীতীশ কুমার, সে দিনই তাঁর দল জনতা দল (ইউনাইটেড) নতুন সদস্যকরণ অভিযান শুরু করল বাংলায়। সাম্প্রদায়িকতা এবং দুর্নীতির প্রতিবাদে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তারা। ভারত সভা হলে মঙ্গলবার দলের তরফে ‘ভারত ছাড়ো’ আন্দোলনের ৮০ বছর পূর্তি উদযাপনের পাশাপাশিই সদস্যকরণের কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন জেডি (ইউ)-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক গোলাম রসুল বলিয়াভি এবং রাজ্য সভাপতি অমিতাভ দত্ত। দেশের স্বার্থে ‘বৃহত্তর দায়িত্ব’ নেওয়ার জন্য দলের সর্বোচ্চ নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রীর উদ্দেশে আবেদন জানানো হয়েছে এ দিনের সভা থেকে। কোনও স্তরে দলকে দুর্বল করার চেষ্টা হলে কড়া হাতে মোকাবিলা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন জেডি (ইউ) নেতৃত্ব। অন্য দিকে, বিধান ভবনে এ দিন ৬২তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে যুব কংগ্রেস। সংগঠনের পতাকা তোলেন প্রদেশ যুব কংগ্রেসের বিদায়ী সভাপতি শাদাব খান, হাজির ছিলেন কংগ্রেস ও যুব সংগঠনের নেতা-কর্মীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement