সঙ্গে থাক মেদিনীপুর, চাইছে ঝাড়গ্রাম

মাস খানেকের মধ্যে আত্মপ্রকাশ করবে নতুন ঝাড়গ্রাম জেলা। তবে শুধু ‘ঝাড়গ্রাম’ নয়, পৃথক জেলার নামের সঙ্গে জড়িয়ে থাকুক ‘মেদিনীপুর’ শব্দটাও— মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফের সেই আর্জি জানাতে চলেছে মেদিনীপুর সমন্বয় সংস্থা।

Advertisement

কিংশুক গুপ্ত

ঝাড়গ্রাম শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৭ ১৫:০৩
Share:

নতুন জেলা ঝাড়গ্রাম।

মাস খানেকের মধ্যে আত্মপ্রকাশ করবে নতুন ঝাড়গ্রাম জেলা। তবে শুধু ‘ঝাড়গ্রাম’ নয়, পৃথক জেলার নামের সঙ্গে জড়িয়ে থাকুক ‘মেদিনীপুর’ শব্দটাও— মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফের সেই আর্জি জানাতে চলেছে মেদিনীপুর সমন্বয় সংস্থা।

Advertisement

সংগঠনের সম্পাদক প্রণবেশ জানা বলেন, “পরাধীন ভারতে মেদিনীপুরই প্রথম ও একমাত্র স্বাধীন জেলা ঘোষণা করে প্রশাসন চালিয়েছিল। এমন ঐতিহ্যপূর্ণ প্রেক্ষাপটে নতুন জেলার নামের সঙ্গে মেদিনীপুর কথাটি রাখার জন্য আগেও মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছি।” প্রণবেশবাবুদের প্রস্তাব, নতুন জেলার নাম হোক ‘আরণ্যক মেদিনীপুর’ অথবা ‘উত্তর-পশ্চিম মেদিনীপুর’ কিংবা ‘ঝাড়গ্রাম-মেদিনীপুর’।

আরও পড়ুন- চাই একের বিরুদ্ধে এক, প্রস্তুতির ডাক পঞ্চায়েতে

Advertisement

জঙ্গলমহলের ইতিহাস নিয়ে দীর্ঘদিন গবেষণা করছেন মেদিনীপুরের বাসিন্দা মধুপ দে। তিনি জানাচ্ছেন, পরাধীন ভারতে গোপীবল্লভপুর ও নয়াগ্রামের মতো ঝাড়গ্রামের সুবর্ণরেখা তীরবর্তী এলাকাকে ওড়িশার সঙ্গে অর্ন্তভুক্ত করার দাবি তুলেছিলেন কিছু মানুষ। ই দাবির বিরুদ্ধে বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে মেদিনীপুর বিচ্ছেদ বিরোধী কমিটির আন্দোলন শুরু হয়। ব্রিটিশ সরকার নিযুক্ত স্যামুয়েল-ওডোনেল কমিটি এলাকাবাসীর জনমত যাচাই করেছিল। বেশির বাসিন্দা মেদিনীপুর জেলায় থাকার পক্ষে মত দিয়েছিলেন। এটাই প্রমাণ করে মেদিনীপুর নামের সঙ্গে ঝাড়গ্রামবাসীর আবেগ কতটা জড়িয়ে রয়েছে।

রাজ্যের অনগ্রসর শ্রেণিকল্যাণ মন্ত্রী চূড়ামণি মাহাতো বলেন, “নতুন জেলার নামের সঙ্গে মেদিনীপুর কথাটি রাখার জন্য অনেকে অনুরোধ করছেন। বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানাব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন