জয়েন্ট বোর্ডের জরিমানা

জয়েন্ট এন্ট্রান্সের মতো পরীক্ষায় তিন-তিন দফা গাফিলতি!প্রশ্নপত্রে ত্রুটি। অস্বচ্ছতা। সেই সঙ্গে পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থার দায়িত্বজ্ঞানের অভাব দেখছে আদালত। সব মিলিয়ে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পাঁচ লক্ষ টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ মে ২০১৭ ০৩:২৮
Share:

জয়েন্ট এন্ট্রান্সের মতো পরীক্ষায় তিন-তিন দফা গাফিলতি!

Advertisement

প্রশ্নপত্রে ত্রুটি। অস্বচ্ছতা। সেই সঙ্গে পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থার দায়িত্বজ্ঞানের অভাব দেখছে আদালত। সব মিলিয়ে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পাঁচ লক্ষ টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট।

২০১৬-র মেডিক্যালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়ে জনস্বার্থে দু’টি মামলা হয়েছিল হাইকোর্টে। সেই মামলায় শুক্রবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রে এবং বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ জরিমানা করেছে বোর্ডের। উচ্চ আদালতের নির্দেশ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে জরিমানার টাকা জমা দিতে হবে বোর্ড-কর্তৃপক্ষকে। দরিদ্র, মেধাবী পড়ুয়াদের বৃত্তি দিতে ওই টাকা খরচ করবেন বিশ্ববিদ্যালয়।

Advertisement

প্রথমে মেডিক্যাল পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটি ও অস্বচ্ছতা নিয়ে মামলা দায়ের করা হয়। দ্বিতীয় মামলাটি করা হয় একটি কোচিং ইনস্টিটিউটের ৬৫০ জন পরীক্ষার্থীর মেডিক্যালে সুযোগ পাওয়াকে চ্যালেঞ্জ জানিয়ে। মামলার আবেদনকারীদের কৌঁসুলি রমাপ্রসাদ সরকার ও দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানান, ওই ইনস্টিটিউটের প্রার্থীরা ছ’টি সেন্টার থেকে পরীক্ষা দেন। কী ভাবে একই ইনস্টিটিউটের এত পরীক্ষার্থী মেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেলেন, সেই প্রশ্ন তোলা হয় মামলার আবেদনে।

ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, প্রশ্নপত্র তৈরির সময় জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের দায়িত্বজ্ঞানের অভাব ছিল। ওই কোচিং ইনস্টিটিউটের উপরে কড়া নজর রাখতে কেন্দ্র ও রাজ্যকে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। কেন্দ্রের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক থেকে ওই ইনস্টিটিউট যে-অর্থসাহায্য পেয়ে থাকে, তা যথাযথ ভাবে খরচ করা হচ্ছে কি না, তার উপরেও নজরদারি চালাতে বলেছে হাইকোর্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন