JP Nadda's West Bengal Visit

এক দিনের সফরে রাজ্যে আসছেন জেপি নড্ডা! একাধিক সরকারি কর্মসূচি-সহ থাকছে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকও

বিজেপি সূত্রে খবর, বৃহস্পতিবার একটি সরকারি কর্মসূচি রয়েছে। সেখানে নড্ডার যোগ দেওয়ার কথা রয়েছে। এর পর ইএম বাইপাসের ধারে একটি প্রেক্ষাগৃহে চিকিৎসকদের একটি কর্মসূচি আছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ২২:৩৪
Share:

জেপি নড্ডা। — ফাইল চিত্র।

নতুন বছরে কয়েকটি কর্মসূচি নিয়ে এক দিনের জন্য রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি (জগৎপ্রকাশ) নড্ডা। আগামী বুধবার রাতে কলকাতায় আসার কথা তাঁর। বৃহস্পতিবার একাধিক কর্মসূচি এবং বৈঠক সেরে রাতেই ফিরে যাবেন বলে খবর।

Advertisement

বিজেপি সূত্রে খবর, বৃহস্পতিবার একটি সরকারি কর্মসূচি রয়েছে। সেখানে নড্ডার যোগ দেওয়ার কথা রয়েছে। এর পর ইএম বাইপাসের ধারে একটি প্রেক্ষাগৃহে চিকিৎসকদের একটি কর্মসূচি আছে। সেখানে বিজেপির চিকিৎসক সংগঠনের সদস্যেরা থাকতে পারেন। ওই কর্মসূচির পর রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে একটি বৈঠকও করার কথা রয়েছে নড্ডার।

সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। এর মধ্যে গত দু’মাসে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ রাজ্য সফরে এসেছেন। গত ডিসেম্বরের ২০ তারিখে নদিয়া জেলার তাহেরপুরে প্রধানমন্ত্রীর জনসভা ছিল। এর পর আগামী ১৭ এবং ১৮ জানুয়ারি জোড়া জনসভা করতে ফের পশ্চিমবঙ্গে আসতে পারেন মোদী। একটি উত্তরবঙ্গে, অন্যটি দক্ষিণে। ইতিমধ্যে পর পর দু’দিন প্রধানমন্ত্রী মোদীর জনসভার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে পশ্চিমবঙ্গ বিজেপি। গত ৩০ ডিসেম্বর তিন দিনের সফরে রাজ্যে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। এর পর রাজ্যে সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement