তামাঙ্গ-হত্যায় তদন্ত দাবি

মদন তামাঙ্গ হত্যা মামলার বিচারবিভাগীয় তদন্ত দাবি করল অখিল ভারতীয় গোর্খা লিগ। বৃহস্পতিবার দার্জিলিঙে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে ওই আর্জি জানান লিগের এক প্রতিনিধি দল।

Advertisement
শেষ আপডেট: ১৯ জুন ২০১৫ ০৩:৩৯
Share:

মদন তামাঙ্গ হত্যা মামলার বিচারবিভাগীয় তদন্ত দাবি করল অখিল ভারতীয় গোর্খা লিগ। বৃহস্পতিবার দার্জিলিঙে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে ওই আর্জি জানান লিগের এক প্রতিনিধি দল। যে মামলায় সিবিআই চার্জশিট দিয়েছে, তা নিয়ে ফের তদন্তের দাবি কেন? গোর্খা লিগের মুখপাত্র প্রতাপ খাতি বলেন, ‘‘আগের তদন্তে নিকল তামাঙ্গের অন্তর্ধান থেকে শুরু করে অনেক রহস্যের কিনারা হয়নি। সে জন্য বিচারবিভাগীয় তদন্ত হওয়া দরকার। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন।’’ মোর্চার কালিম্পঙের বিধায়ক হরকাবাহাদুর ছেত্রী জানান, এই তদন্তের দাবি কেন উঠছে তা তাঁরা বুঝতে পারছেন না। তবে বিচারবিভাগের উপরে তাঁদের আস্থা রয়েছে। এ দিন জিএনএলএফ প্রতিনিধিরাও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন