‘হিটলারশাহি’ রাজ্যে, অভিযোগ কৈলাসের

গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে রবিবার আইসিসিআর-এ বিজেপি প্রভাবিত সংগঠন ‘নব বঙ্গ’-এর আলোচনাসভায় দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘‘গোটা দেশে গণতন্ত্র এগোচ্ছে। পশ্চিমবঙ্গে তা রসাতলে যাচ্ছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ জুন ২০১৮ ০৩:৫২
Share:

কৈলাস বিজয়বর্গীয়।

পঞ্চায়েত ভোট মেটার পরেও রাজ্যে যে হিংসাত্মক ঘটনা বন্ধ হচ্ছে না, একে ‘গণতন্ত্রের হত্যা’ বলে মনে করছে বিজেপি। গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে রবিবার আইসিসিআর-এ বিজেপি প্রভাবিত সংগঠন ‘নব বঙ্গ’-এর আলোচনাসভায় দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘‘গোটা দেশে গণতন্ত্র এগোচ্ছে। পশ্চিমবঙ্গে তা রসাতলে যাচ্ছে।’’ তাঁর ব্যাখ্যা, ‘‘এ রাজ্যে হিটলারশাহি চলছে। পঞ্চায়েত ভোট পর্বে গণতন্ত্র ছিল না। এখনও নেই।’’ পুরুলিয়ার বলরামপুরের দুই যুবক বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর প্রসঙ্গ তুলে কৈলাস বলেন, ‘‘পুলিশ শাসক দলের সঙ্গে সামিল হয়ে গেলে যুবক কর্মীদের প্রাণ কী করে বাঁচবে?’’

Advertisement

বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষও এ দিন ডায়মন্ড হারবারে দলীয় সভায় বলেন, ‘‘এমন গণতন্ত্র ভারতে কেউ কোনও দিন দেখেনি। মনোনয়ন পত্র জমা দিতে এমন সন্ত্রাসের মুখে পড়তে হবে, আমরা ভাবতে পারিনি। দিদি মনে করছেন, গণতন্ত্র তাঁদের হাতে।’’ পঞ্চায়েত ভোটে জয়ী দলীয় প্রার্থীদের এ দিন ডায়মন্ড হারবারের রবীন্দ্র ভবনে সংবর্ধনা দেয় বিজেপি। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় অবশ্য এ সব অভিযোগ উড়িয়ে বলেন, ‘‘গুজরাত গণহত্যার নায়ক বিজেপি-র কাছ থেকে গণতন্ত্র শিখতে হবে! এর থেকে হাস্যকর কী হতে পারে?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন