কৈলাসের টুইট, ফিরহাদের পাল্টা

গত বুধবার দলের ডাকা ১২ ঘণ্টার বাংলা বন্‌ধের দিন তাঁদের এক মহিলা কর্মী তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছেন বলে টুইটারে অভিযোগ করলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮ ০৪:১২
Share:

কৈলাস বিজয়বর্গীয়। —ফাইল চিত্র।

গত বুধবার দলের ডাকা ১২ ঘণ্টার বাংলা বন্‌ধের দিন তাঁদের এক মহিলা কর্মী তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছেন বলে টুইটারে অভিযোগ করলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। অভিযোগের সমর্থনে একটি ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জাতীয় মহিলা কমিশনের দৃষ্টি আকর্ষণও করেছেন তিনি। মমতার উদ্দেশে কৈলাস টুইট করেছেন, ‘‘আপনার কি একটুও লজ্জা করছে?’’ জাতীয় মহিলা কমিশনকে ওই ঘটনার তদন্ত করার জন্য অনুরোধ জানিয়েছেন কৈলাস। কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা তার জবাবে টুইটে জানিয়েছেন, পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি-কে তিনি এ বিষয়ে চিঠি লিখেছেন। প্রয়োজন হলে কমিশনও তদন্তকারী দল পাঠাবে।

Advertisement

তবে কৈলাসের পোস্ট করা ভিডিওটিকে ‘ভুয়ো’ বলেছেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর কথায়, ‘‘এই ধরনের ভুয়ো ভিডিও দিয়ে বিজেপি সব সরকারি প্রতিষ্ঠান এবং স্বায়ত্তশাসিত সংস্থাকে নিজেদের কার্যালয়ে পরিণত করছে। এখনই জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনকে বদলে কোনও নিরপেক্ষ মানুষকে সেই দায়িত্বে আনা উচিত।’’ ইসলামপুরে ছাত্র হত্যার প্রতিবাদে বুধবার ১২ ঘণ্টার বাংলা বন্‌ধ ডেকেছিল বিজেপি।

তারই সমর্থনে রাস্তায় নেমে ওই মহিলা আক্রান্ত হন বলে অভিযোগ। তবে কৈলাসের পোস্ট করা ভিডিও থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে না, ঘটনাটি কোথাকার। ‘আক্রান্ত’ মহিলাকে বলতে শোনা যাচ্ছে, ঘটনা ঘটেছে চাষিপুরে। কিন্তু সেই জায়গাটি কোথায় তা ওই ভিডিওতে বলা নেই। ইসলামপুর-কাণ্ডের প্রতিবাদে শুক্রবার দিনভর শ্যামবাজারে অবস্থান করে এবিভিপি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement