মহিলা সমিতির দায়িত্বে কনীনিকা

গণসংগঠনের নেতৃত্বে নতুন মুখ আনতে বেশ কিছু দিন ধরেই উদ্যোগী হয়েছে সিপিএম। সেই প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা হল রবিবার শিলিগুড়িতে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির সম্মেলনে। ওই সংগঠনের রাজ্য সম্পাদক হিসাবে এ দিন ঘোষণা করা হল কনীনিকা বসু ঘোষের নাম। ওই দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন মিনতি ঘোষ।

Advertisement
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৬ ০৩:২৯
Share:

গণসংগঠনের নেতৃত্বে নতুন মুখ আনতে বেশ কিছু দিন ধরেই উদ্যোগী হয়েছে সিপিএম। সেই প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা হল রবিবার শিলিগুড়িতে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির সম্মেলনে। ওই সংগঠনের রাজ্য সম্পাদক হিসাবে এ দিন ঘোষণা করা হল কনীনিকা বসু ঘোষের নাম। ওই দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন মিনতি ঘোষ। টানা তিন বার মহিলা সমিতির রাজ্য সম্পাদক ছিলেন যিনি। পেশায় স্কুল শিক্ষিকা কনীনিকা সিপিএমের কলকাতা জেলার সদস্য। গত বিধানসভা ভোটে কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে বাম-কংগ্রেস জোটের প্রার্থীও ছিলেন তিনি। ভোটের দিন শাসক দলের সন্ত্রাসের মুখে একরোখা ভঙ্গিতে প্রতিরোধ করতে দেখা গিয়েছিল তাঁকে। নতুন দায়িত্ব পাওয়ার পর তাঁর প্রথম কাজ কী হবে? কনীনিকার জবাব, ‘‘সাধারণ মহিলাদের সঙ্গে যোগাযোগ বাড়ানো, তাঁদের কাছে পৌঁছনো এবং বামপন্থীদের পক্ষে প্রতিকূল বর্তমান পরিস্থিতির মোকাবিলা করার জন্য সংগঠন গড়ে তোলা— এই তিনটিই এখন আমার কাজ।’’ প্রসঙ্গত, শুক্রবার শুরু হওয়া মহিলা সমিতির তিন দিনের রাজ্য সম্মেলনে সংগঠনের রাজ্য সভানেত্রী রয়ে গিয়েছেন বর্ধমানের অঞ্জু করই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন