kirti azad

Goa TMC: কীর্তি আজাদকে গোয়া তৃণমূলের পর্যবেক্ষক করা হল মমতার নির্দেশে

প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসে গোয়ার বিধানসভা ভোটে অংশ নিয়েছিল তৃণমূল। কোনও আসন না পেলেও, ছয় শতাংশের বেশি ভোট আনতে সক্ষম হয়েছিল জোড়াফুল শিবির। সেই ভোটব্যাঙ্ককে সম্বল করেই গোয়ার পঞ্চায়েত নির্বাচনে নিজেদের জমি শক্ত করতে চাইছে তৃণমূল। সেই লক্ষ্যেই সর্বভারতীয় রাজনীতিতে কাজের অভিজ্ঞতাসম্পন্ন কীর্তিকে গোয়ায় কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল, এমনই মত জাতীয় রাজনীতির কারবারিদের।

 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ মে ২০২২ ১৮:০৯
Share:

গোয়া তৃণমূলের পর্যবেক্ষক হলেন লোকসভার প্রাক্তন সাংসদ কীর্তি আজাদ। ফাইল চিত্র

গোয়া তৃণমূলের পর্যবেক্ষক হলেন কীর্তি আজাদ। বুধবার সর্বভারতীয় তৃণমূলের তরফে এ কথা জানানো হয়েছে। দলের সর্বভারতীর সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে এই পদে নিয়োগ করেছেন। দলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, সর্বভারতীয় তৃণমূলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই দলের তরফে প্রাক্তন সাংসদ কীর্তি আজাদকে গোয়া তৃণমূলের পর্যবেক্ষক নিয়োগ করা হল।

Advertisement

প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসে গোয়ার বিধানসভা ভোটে অংশ নিয়েছিল তৃণমূল। কোনও আসন না পেলেও, ছয় শতাংশের বেশি ভোট আনতে সক্ষম হয়েছিল জোড়াফুল শিবির। সেই ভোটব্যাঙ্ককে সম্বল করেই গোয়ার পঞ্চায়েত নির্বাচনে নিজেদের জমি শক্ত করতে চাইছে তৃণমূল। সেই লক্ষ্যেই সর্বভারতীয় রাজনীতিতে কাজের অভিজ্ঞতাসম্পন্ন কীর্তিকে গোয়ায় কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল, এমনই মত জাতীয় রাজনীতির কারবারিদের।

গত নভেম্বর মাসে মমতার দিল্লি সফরের সময় প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিক কীর্তি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। তার পর থেকে তাঁকে আর সে ভাবে সক্রিয় দেখা যায়নি তৃণমূলের পক্ষে। তবে জাতীয় রাজনীতির কারবারিদের মতে, অনেক প্রত্যাশা নিয়ে হরিয়ানার কংগ্রেস নেতা অশোক তানোয়ারকে তৃণমূলে যোগদান করিয়েছিলেন মমতা। কিন্তু সম্প্রতি তৃণমূল ছেড়ে আপে যোগ দিয়েছেন তিনি। তাই কীর্তির ক্ষেত্রেও তেমনটা ঘটুক, চায়নি মমতার দল। অবশেষে গোয়া তৃণমূলের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে তাঁকে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন