Congress Protest

বইমেলায় কংগ্রেসের হাতকড়া-প্রতিবাদ

একই ভাবে হাজরা মোড়েও দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের ডাকে বিক্ষোভ হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৪৬
Share:

বইমেলায় কংগ্রেসের প্রতিবাদ —নিজস্ব চিত্র।

আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যে ভাবে হাতকড়া পরিয়ে অভিবাসীদের ফেরত পাঠিয়েছে, তার প্রতিবাদে কলকাতা বইমেলায় আমেরিকান পুস্তক বিপণির সামনে শনিবার প্রতীকী হাতকড়া পরে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে দলের নেতা-কর্মীরা বিক্ষোভ দেখালেন। ছিলেন দলের বাংলার সহ-পর্যবেক্ষক তথা এআইসিসি-র সম্পাদক অম্বা প্রসাদ-সহ অন্যেরাও। ওই ঘটনায় কেন্দ্র এবং ট্রাম্প প্রশাসনকে ধিক্কার জানিয়েছেন শুভঙ্কর। একই ভাবে হাজরা মোড়েও দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের ডাকে বিক্ষোভ হয়েছে। ছিলেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ এবং দলের অন্য নেতারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement