KMC

Car Parking: শহরের পার্কিং সমস্যা মেটাতে অ্যাপ আনছে কলকাতা পুরসভা

শনিবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানের শেষে স‌ংবাদমাধ্যমের মুখোমুখি হন মেয়র ফিরহাদ হাকিম। সেখানেই পার্কিং সংক্রান্ত সমস্যা নিয়ে এক প্রশ্নের জবাবে মেয়র অ্যাপ নিয়ে বলেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২২ ১৬:৪৭
Share:

গাড়ি পার্কিং নিয়ে অ্যাপ আনতে চায় কলকাতা পুরসভা। ফাইল চিত্র।

শহরের পার্কিং সমস্যা মেটাতে এ বার অ্যাপ আনছে কলকাতা পুরসভা। শনিবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠান শেষে স‌ংবাদমাধ্যমের মুখোমুখি হন মেয়র ফিরহাদ হাকিম। সেখানেই পার্কিং সংক্রান্ত সমস্যা নিয়ে এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘‘কলকাতা শহরে পার্কিং একটি বড় সমস্যা। এমন অনেক জায়গা আছে, যেখানে পার্কিং করা বেআইনি। সেখানেও পার্কিং করা হচ্ছে। তাই আমরা এই সমস্যা মেটাতে একটি অ্যাপ তৈরি করছি।’’ তিনি আরও বলেন, ‘‘সেই অ্যাপের মধ্যেই শহরে বৈধ পার্কিংয়ের যাবতীয় তথ্য থাকবে। ফলে অ্যাপটি ব্যবহার করলেই পার্কিং নিয়ে সমস্যা মেটানো যাবে।’’

Advertisement

অ্যাপ দিয়ে সমস্যা মেটানোর পাশাপাশি কড়া জরিমানারও পক্ষপাতী কলকাতার মেয়র। এ বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে ফিরহাদ বলেন, ‘‘জরিমানা আমি বা আমরা ঠিক করতে পারি না। এ ক্ষেত্রে সরকার নিজস্ব অ্যাক্ট তৈরি করেই করতে হবে। আমি মনে করি, এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করা দরকার। তাই অ্যাক্ট তৈরি করেই এই সমস্যার সমাধান বা জরিমানা স্থির করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন