Illegal Arms Recover

ইডেন গার্ডেন্সের সামনে থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করল লালবাজার, ধৃত গার্ডেনরিচের যুবক

ইডেন গার্ডেন্সের সামনে এক যুবকের কাছ থেকে একটি একনলা বন্দুক এবং একটি কার্তুজ উদ্ধার করল পুলিশ। কিন্তু আগ্নেয়াস্ত্রটি কী ভাবে তাঁর কাছে গেল, তার ব্যাখ্যা দিতে পারেননি ওই যুবক।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৫ ১৪:৫৬
Share:

(বাঁ দিকে) গ্রেফতার হওয়া যুবক। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

ইডেন গার্ডেন্সের সামনে থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করল কলকাতা পুলিশ। শুক্রবার রাতের এই ঘটনায় বছর একুশের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ময়দান থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

শুক্রবার রাত ৮টা নাগাদ ইডেন গার্ডেন্সের কাছে গোষ্ঠ পাল সরণিতে মহম্মদ আরশাদ নামের ওই যুবকের কাছ থেকে একটি একনলা বন্দুক এবং একটি কার্তুজ উদ্ধার করে পুলিশ। কিন্তু আগ্নেয়াস্ত্রটি কী ভাবে তাঁর কাছে গেল, তার ব্যাখ্যা দিতে পারেননি ওই যুবক। অস্ত্র এবং গুলি যে তাঁর, তারও কোনও বৈধ প্রমাণও দেখাতে পারেননি।

শুক্রবারই আরশাদ নামের ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়। কী ভাবে ওই অস্ত্র আরশাদের কাছে পৌঁছল, এর নেপথ্যে অস্ত্র চোরাচালানকারীরা রয়েছেন কি না, এ সব খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের বাড়ি গার্ডেনরিচ থানা এলাকার শ্যামলাল লেনে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement