তোলাবাজিতে চার্জশিট পেশ

ইডি-র প্রাক্তন সহকারী অধিকর্তা মনোজ কুমারের বিরুদ্ধে ওই চার্জশিট দেওয়া হয়েছে। তাতে অভিযোগ আনা হয়েছে ব্যবসায়ী প্রদীপ হিরাওয়াতের বিরুদ্ধেও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৫১
Share:

ইডি-র প্রাক্তন সহকারী অধিকর্তা মনোজ কুমার। —ফাইল চিত্র

বেআইনি অর্থ লগ্নি সংস্থা রোজ ভ্যালির আর্থিক কেলেঙ্কারিতে প্রাক্তন তদন্তকারী অফিসারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনে ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ।

Advertisement

ইডি-র প্রাক্তন সহকারী অধিকর্তা মনোজ কুমারের বিরুদ্ধে ওই চার্জশিট দেওয়া হয়েছে। তাতে অভিযোগ আনা হয়েছে ব্যবসায়ী প্রদীপ হিরাওয়াতের বিরুদ্ধেও। ওই দুই অভিযুক্ত এখন জামিনে রয়েছেন।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে কমল সোমানি নামে এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শেক্সপিয়র সরণি থানায় তোলাবাজির একটি অভিযোগ দায়ের করেন। সেই তোলাবাজির মামলায় মনোজকে গ্রেফতার করা হয়। পরে দুর্নীতি দমন আইনের ধারা যুক্ত করা হয় তাঁর বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement