শিয়ালদহের দায়িত্ব চায় ট্র্যাফিক পুলিশ

চব্বিশ ঘণ্টা নজরদারি থাকলেও শিয়ালদহ স্টেশন চত্বরে বিপুল ট্র্যাফিক ব্যবস্থার নৈরাজ্য নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগ, এর জেরে শিয়ালদহ এলাকায় যান চলাচল প্রায়ই ব্যাহত হয়।

Advertisement

শিবাজী দে সরকার

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৩২
Share:

—ফাইল চিত্র।

শিয়ালদহ স্টেশন চত্বরের ট্র্যাফিক ব্যবস্থা নিজেদের হাতে নিতে চায় কলকাতা ট্র্যাফিক পুলিশ।

Advertisement

লালবাজার সূত্রের খবর, শিয়ালদহ স্টেশন চত্বরের দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করে ইতিমধ্যেই ট্র্যাফিক পুলিশের তরফে নবান্নে প্রস্তাব পাঠানো হয়েছে। বর্তমানে প্রায় তিরিশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে ওই এলাকার ট্র্যাফিক ব্যবস্থার দেখাশোনা করে রেল পুলিশ। শিয়ালদহ কোর্ট চত্বর থেকে কলকাতা পুলিশের অধীন। জিআরপি-র ২৫ জন কর্মী ২৪ ঘণ্টা ওই এলাকার যান চলাচল নিয়ন্ত্রণ করেন।

চব্বিশ ঘণ্টা নজরদারি থাকলেও শিয়ালদহ স্টেশন চত্বরে বিপুল ট্র্যাফিক ব্যবস্থার নৈরাজ্য নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগ, এর জেরে শিয়ালদহ এলাকায় যান চলাচল প্রায়ই ব্যাহত হয়। রেল পুলিশের সঙ্গে কলকাতা ট্র্যাফিক পুলিশের সরাসরি কোন যোগাযোগ ব্যবস্থা চালু না থাকায় যান চলাচল নিয়ে সমন্বয়েরও অভাব দেখা দেয় বলে পুলিশ সূত্রের খবর। এই কারণে শিয়ালদহে প্রতিদিনই যানজটের সমস্যা তৈরি হয় বলে অভিযোগ। ফলে মৌলালি, রাজাবাজার, মহাত্মা গাঁধী রোড, বেলেঘাটা-সহ বিবিধ এলাকায় গাড়ির গতি মন্থর হয়ে যায়। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (ট্র্যাফিক), সুমিত কুমার জানান, শিয়ালদহ স্টেশন চত্বরে ট্র্যাফিকের দায়িত্ব নেওয়ার প্রস্তাব সরকারকে পাঠানো হয়েছে। তাঁর দাবি, কলকাতা পুলিশের অধীনে ওই এলাকা এলে ট্র্যাফিক ব্যবস্থার উন্নতি হবে।

Advertisement

গত মাসেই কলকাতা পুলিশ কমিশনার রাজীবকুমারের সঙ্গে ট্র্যাফিক পুলিশের সার্জেন্টদের বৈঠক হয়। ওই বৈঠকে অফিসারেরা শিয়ালদহ স্টেশন চত্বরের ট্র্যাফিক ব্যবস্থা নিয়ে অভিযোগ করেছিলেন। এর পরেই ট্র্যাফিক পুলিশের তরফে ওই এলাকার দায়িত্ব রেল পুলিশ থেকে নিজেদের হাতে চেয়ে প্রস্তাব পাঠানো হয়।

কলকাতার উত্তর এবং দক্ষিণ শহরতলির অন্যতম প্রবেশপথ শিয়ালদহ স্টেশন। দিনের ব্যস্ত সময়ে ঘণ্টায় লক্ষাধিক মানুষ যাতায়াত করেন ওই স্টেশন ও তার আশপাশের চত্বর দিয়ে। সেই সঙ্গে চলতি বছরেই চালু হতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো। প্রাথমিক পর্যায়ে সল্টলেক থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রো শেষ হচ্ছে শিয়ালদহ স্টেশনে। দ্বিতীয় পর্যায়ে তা শিয়ালদহ থেকে যাবে হাওড়া ময়দান পর্যন্ত। ফলে মেট্রো চালু হলে যাত্রীসংখ্যা এক লাফে বহুগুণ বেড়ে যাবে বলে অনুমান। ফলে ওই অঞ্চলের ট্র্যাফিক ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়তে পারে বলে পুলিশের একাংশের আশঙ্কা। এই সমস্যার কথা মাথায় রেখেই প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

লালবাজার সূত্রের খবর, শিয়ালদহ এলাকার সুষ্ঠু ট্র্যাফিক ব্যবস্থার জন্য বেশ কিছু প্রস্তাব পূর্ত দফতরে পাঠানো হয়েছে। প্রস্তাবে শিয়ালদহ স্টেশনের ঢোকা ও বেরোনোর পথ চওড়া করার কথা বলা হয়েছে। পাশাপাশি পথচারীদের ভিড় সামাল দেওয়ার জন্য ওই এলাকায় ফুট ওভারব্রিজ, স্কাইওয়াক এবং পথচারীদের হাঁটার রাস্তা তৈরির প্রস্তাবও রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন