পুলিশ সেজে প্রতারণা, ধৃত

নিজেকে পুলিশ পরিচয় দিয়ে মেটিয়াবুরুজের এক দোকান থেকে মোবাইল কিনেছিল এক যুবক। মেটিয়াবুরুজ থানার বড়বাবুর নাম করে নিয়ে এসেছিল আরও একটি মোবাইল। পরিবর্তে সাত হাজার টাকার একটি চেকও দিয়েছিল সে। কিন্তু শেষ রক্ষা হল না। নকল চেক ও ভুয়ো পুলিশ পরিচয় দেওয়া ওই যুবককে ধরে ফেলল পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০১৬ ০০:২৬
Share:

নিজেকে পুলিশ পরিচয় দিয়ে মেটিয়াবুরুজের এক দোকান থেকে মোবাইল কিনেছিল এক যুবক। মেটিয়াবুরুজ থানার বড়বাবুর নাম করে নিয়ে এসেছিল আরও একটি মোবাইল। পরিবর্তে সাত হাজার টাকার একটি চেকও দিয়েছিল সে। কিন্তু শেষ রক্ষা হল না। নকল চেক ও ভুয়ো পুলিশ পরিচয় দেওয়া ওই যুবককে ধরে ফেলল পুলিশ। মঙ্গলবার অভিযুক্ত যুবক মহম্মদ আব্দুল কালাম সিদ্দিকিকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, ১৪ মে শনিবার মেটিয়াবুরুজের এস এ ফারুকি রোডের একটি দোকানে আসেন আবুল কালাম। দোকানমালিক মহম্মদ তনবীরের অভিযোগ, ওই যুবক নিজেকে মেটিয়াবুরুজ থানার পুলিশ অফিসার বলে পরিচয় দেন। নিজে একটি মোবাইল কেনেন এবং আরও মোবাইল দেখাতে বলেন। সেটি যে থানার বড়বাবুর তা-ও জানান দোকানদারকে। পরে দাম বাবদ সাত হাজার টাকার একটি চেক দেন তনবীরকে। কিন্তু তনবীর দেখেন, চেকটি এক মহিলার নামে রয়েছে। অথচ সেখানে সই করেছে ওই যুবক!

এর মধ্যেই মঙ্গলবার এলাকায় ফের দেখা যায় কালামকে। চেক-এর কথা জানালে তা অস্বীকার করে সে। সন্দেহ হওয়ায় স্থানীয়েরা থানায় নিয়ে আসেন তাকে। পুলিশ জেনেছে, বর্ধমান থেকে আসা ওই যুবক বিভিন্ন কালোবাজারির সঙ্গে যুক্ত। তার কাছে উদ্ধার হয়েছে বহু এটিএম কার্ড ও ডেবিট কার্ড। উদ্ধার হয়েছে মোবাইলও। কী কাজে সে যুক্ত ছিল খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement