হার ছিনতাই, গ্রেফতার ১

হার ছিনিয়ে পালাতে গিয়ে ধরা পড়ে গেল এক যুবক। চম্পট দিয়েছে তার সঙ্গী। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে বেলুড় স্টেশনের কাছে ধর্মতলা রোডে। পুলিশ জানায়, এ দিন সকালে মন্দিরে পুজো দিতে গিয়ে সিঁড়িতে বসেছিলেন স্থানীয় বাসিন্দা পান্নাদেবী চৌহান নামে এক বৃদ্ধা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৬ ০১:৪০
Share:

হার ছিনিয়ে পালাতে গিয়ে ধরা পড়ে গেল এক যুবক। চম্পট দিয়েছে তার সঙ্গী। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে বেলুড় স্টেশনের কাছে ধর্মতলা রোডে। পুলিশ জানায়, এ দিন সকালে মন্দিরে পুজো দিতে গিয়ে সিঁড়িতে বসেছিলেন স্থানীয় বাসিন্দা পান্নাদেবী চৌহান নামে এক বৃদ্ধা। আচমকা তার গলার হার টেনে নিয়ে দুই যুবক পালাতে গেলে স্থানীয়েরা শ্যামসুন্দর জোশী নামের এক জনকে ধরে ফেলেন। পালিয়ে যায় তার সঙ্গী সীতারাম শর্মা। রবিবার আদালতে ধৃতের পুলিশ হেফাজত হয়। শনিবার ভোরেও এই এলাকার কাছাকাছিই মোহনলাল বাহাওয়ালা রোডে এক যুবককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাই করে পালায় মোটরবাইক-আরোহী দুষ্কৃতীরা। পরপর দু’দিনের ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসীরা। হাওড়া সিটি পুলিশের এসিপি (উত্তর) স্বাতী ভাঙ্গারিয়া বলেন, ‘‘শনিবারের ঘটনার আধ ঘণ্টা আগে ওখান দিয়ে টহলদারি জিপ গিয়েছে। রবিবারের ঘটনা মন্দিরের ভিতরে। রাস্তায় ভোর থেকেই সাদা পোশাকের পুলিশ ছিল।’’ তিনি আরও জানান, শনিবারের ঘটনায় সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement