সিন্ডিকেট নিয়ে ট্যাংরার গোষ্ঠীদ্বন্দ্বে গ্রেফতার ১০ জন

সিন্ডিকেট নিয়ে ট্যাংরার গোষ্ঠীদ্বন্দ্বে বুধবার ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম যথাক্রমে বাবলু সিংহ, তাপস সরকার, মহম্মদ সেলিম, পঙ্কজ পাণ্ডে, পঙ্কজ প্রসাদ, জিতেন প্রসাদ, শিবু দাস, রাকেশ হাজরা, রাজেশ মল্লিক এবং দীপক প্রসাদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৫ ১৩:০২
Share:

তাণ্ডবের পরে। (ইনসেটে) চলছে সংঘর্ষ। — নিজস্ব চিত্র।

সিন্ডিকেট নিয়ে ট্যাংরার গোষ্ঠীদ্বন্দ্বে বুধবার ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম যথাক্রমে বাবলু সিংহ, তাপস সরকার, মহম্মদ সেলিম, পঙ্কজ পাণ্ডে, পঙ্কজ প্রসাদ, জিতেন প্রসাদ, শিবু দাস, রাকেশ হাজরা, রাজেশ মল্লিক এবং দীপক প্রসাদ। ধৃতদের মধ্যে এফআরআই-এ তিন জনের নাম রয়েছে। ধৃতদের বিরুদ্ধে দাঙ্গা-হাঙ্গামা, মারধর, পুলিশের কাজে বাধাদান, খুনের চেষ্টা, অস্ত্র আইন-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। ট্যাংরার এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

সিন্ডিকেট নিয়ে গোষ্ঠী সংঘর্ষে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নেয় ট্যাংরা। বেলা সাড়ে ১২টা নাগাদ ট্যাংরা থানা থেকে ঢিলছোড়া দূরত্বে বৈশালী মোড়ে ওই ঘটনায় ইটের ঘায়ে আহত হন ওই থানার সাব ইনস্পেক্টর অলীক কাবাসি। পুলিশ জানায়, ১২টি বোমা, চার রাউন্ড গুলি ছোড়া হয়।

স্থানীয়েরা জানান, এলাকায় তৃণমূলের দু’টি গোষ্ঠী রয়েছে। এক দিকে প্রদীপ গুহ ও মনোজ হাজরার লোকজন। অন্য দিকে অলোক খাটুয়ার দল। দু’তরফেরই অভিযোগ, অন্য পক্ষ আগে সিপিএম করত। ক্ষমতা বদলের পরে তৃণমূলে এসেছে। এর জেরেই এলাকা দখল ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ। মঙ্গলবারের ওই ঘটনা তারই অঙ্গ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement