দুই বাসের ধাক্কা, আহত ১০ যাত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ প্রচার শুরুর দিনই বেলেঘাটায় দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন ১০ জন যাত্রী। পুলিশ জানায়, শুক্রবার গাঁধী কলোনিতে শিয়ালদহমুখী ও বেলেঘাটাগামী যাত্রীবোঝাই দু’টি বাস পরস্পরকে ওভারটেক করার চেষ্টা করতেই নিয়ন্ত্রণ হারিয়ে একে অন্যকে ধাক্কা মারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৬ ০০:১০
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ প্রচার শুরুর দিনই বেলেঘাটায় দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন ১০ জন যাত্রী। পুলিশ জানায়, শুক্রবার গাঁধী কলোনিতে শিয়ালদহমুখী ও বেলেঘাটাগামী যাত্রীবোঝাই দু’টি বাস পরস্পরকে ওভারটেক করার চেষ্টা করতেই নিয়ন্ত্রণ হারিয়ে একে অন্যকে ধাক্কা মারে। দুই বাসেরই কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন। আহতদের এনআরএসে প্রাথমিক চিকিত্সার পরে ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনার পরে পলাতক দুই বাসচালক। বাস দু’টি আটক করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement