ধর্ষণের দায়ে ১০ বছরের কারাদণ্ড

এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রশান্ত সিংহ নামে এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিল আদালত। জেল থেকে প্রশান্তকে সোমবার আলিপুরের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ শশীকলা বসুর আদালতে হাজির করানো হলে বিচারক এই রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি প্রশান্তকে ২০ হাজার টাকা জরিমানাও দিতে নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুলাই ২০১৫ ১৬:৪০
Share:

এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রশান্ত সিংহ নামে এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিল আদালত। জেল থেকে প্রশান্তকে সোমবার আলিপুরের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ শশীকলা বসুর আদালতে হাজির করানো হলে বিচারক এই রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি প্রশান্তকে ২০ হাজার টাকা জরিমানাও দিতে নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement

সরকারি আইনজীবী স্বাতী সেন জানান, ২০১৩ সালের ২ ফেব্রুয়ারি প্রগতি ময়দান থানা এলাকার ঢিপি অঞ্চলে প্রশান্ত তার নিজের বাড়িতে ওই কিশোরীকে ধর্ষণ করে। পরে বাবা খবর পেয়ে পুলিশে অভিযোগ জানান। স্বাতীদেবী আরও জানিয়েছেন, জরিমানার টাকাও আদায় করে ওই কিশোরীকে দিতে নির্দেশ দিয়েছে আদালত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement