Arrest

কালোবাজারি রেশনের চালের, ধৃত ২

পুলিশ জানায়, ত্রিলোকির রেশনের দোকান এন্টালি বাজারে। সেখানে গ্রাহকদের কম চাল দিয়ে বাকিটা বাইরে বেশি দামে বিক্রি করা হচ্ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২০ ০২:২০
Share:

প্রতীকী ছবি

রেশনের সরকারি চাল বেশি দামে বাইরে বিক্রি করার অভিযোগে দু’জন ব্যবসায়ীকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি)।

Advertisement

শুক্রবার সকালে ইবি-র দু’টি দল এন্টালি বাজার ও মুচিপাড়া থানার হিদারাম ব্যানার্জি লেনে হানা দিয়ে ২০ বস্তা চাল বাজেয়াপ্ত করে দু’টি দোকান থেকে। ওই চাল কেন মজুত করা হয়েছিল, কেনই বা তা বেশি দামে বাইরে বিক্রি করা হচ্ছিল, তার উত্তর দিতে না পারায় দুই দোকানের মালিককেই গ্রেফতার করেন গোয়েন্দারা। তাঁদের নাম ত্রিলোকি রায় ও অখিলেশ সাউ।

পুলিশ জানায়, ত্রিলোকির রেশনের দোকান এন্টালি বাজারে। সেখানে গ্রাহকদের কম চাল দিয়ে বাকিটা বাইরে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। বেশ কিছু দিন ধরেই ওই অভিযোগ আসছিল পুলিশের কাছে। এ দিন সেখানে হানা দিয়ে ৫০ কেজির ১৩টি বস্তা আটক করে ইবি।

Advertisement

মুচিপাড়া থানা এলাকার হিদারাম ব্যানার্জি লেনে অখিলেশ সাউয়ের দোকানেও কালোবাজারি চলছিল সরকারি চাল নিয়ে। এক পুলিশকর্তা জানান, ওই দোকান থেকে সাত বস্তা চাল উদ্ধার করা হয়েছে। বস্তাগুলিতে পশ্চিমবঙ্গ সরকার ছাড়াও কর্নাটক ও পঞ্জাব সরকারের ছাপ্পা মারা ছিল। ওই চাল আদতে কোথা থেকে এসেছে, তা তদন্ত করে দেখা হছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন