Calcutta News

ঝগড়ার জেরে সরছেন দুই কর্তা

পুরসভা চত্বরে ভাইস চেয়ারম্যান শেখ নাজিমুদ্দিনকে নিগ্রহের অভিযোগ এবং সেই অভিযোগকে কেন্দ্র করে পরবর্তী ঘটনাক্রমে গত কয়েক দিন ধরেই সরগরম পুর এলাকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০১৮ ০১:৩৩
Share:

ছবি: সংগৃহীত।

উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে সরানোরই সিদ্ধান্ত নিলেন দলীয় নেতৃত্ব।

Advertisement

পুরসভা চত্বরে ভাইস চেয়ারম্যান শেখ নাজিমুদ্দিনকে নিগ্রহের অভিযোগ এবং সেই অভিযোগকে কেন্দ্র করে পরবর্তী ঘটনাক্রমে গত কয়েক দিন ধরেই সরগরম পুর এলাকা। গত বৃহস্পতিবার নিউ ব্যারাকপুরে ২৫ জন কাউন্সিলরের সঙ্গে বৈঠক শেষে সে দিনের ঘটনা প্রসঙ্গে ১২ জন কাউন্সিলরের মতামত নেওয়া হয়েছিল। তার পরে শনিবার পুরভবনে আলাদা করে ২৬ জন কাউন্সিলরকে ডেকে ঘটনাক্রম প্রসঙ্গে জানতে চাওয়া হয়। ভাইস চেয়ারম্যান নাজিমুদ্দিনকে নিগ্রহের অভিযোগ এবং তার পরে কোন পরিস্থিতিতে চেয়ারম্যান কল্যাণ করের ঘরে গন্ডগোলের রেশ ছড়াল, সে সম্পর্কে প্রশ্ন করেন সৌগত রায় ও চন্দ্রিমা ভট্টাচার্য। চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে বদলের প্রয়োজন কি না, তা-ও জানতে চাওয়া হয়। তৃণমূল সূত্রের খবর, প্রশ্নের প্রেক্ষিতে এক তৃণমূল কাউন্সিলর জানান, এই টিমই রাখতে হবে। কোন খেলোয়াড় মাঠের কোন জায়গায় খেলবে, তা তো কোচ ঠিক করবেন। জবাব শুনে হেসে ফেলেন চন্দ্রিমা। আগামী মঙ্গলবার ফের বৈঠক করবেন জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক, সৌগত এবং চন্দ্রিমা। সে দিনই সিদ্ধান্ত জানাতে পারেন দলীয় নেতৃত্ব।

এ দিন জ্যোতিপ্রিয় বলেন, ‘‘প্রত্যেক কাউন্সিলরের মত জানা হয়েছে। পুরপ্রধান এবং উপপ্রধানকে সরানোর ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন