মুখের ক্যানসার নিয়ে

মুখের ক্যানসার রুখতে এবার মউ সই করল তিনটি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। মুখের ক্যানসার নিয়ে একসঙ্গে গবেষণা শুরু করতে চলেছে জেআইএস বিশ্ববিদ্যালয়, আইআইইএসটি শিবপুর এবং আইআইটি খড়্গপুর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৬ ০১:১৩
Share:

মুখের ক্যানসার রুখতে এবার মউ সই করল তিনটি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। মুখের ক্যানসার নিয়ে একসঙ্গে গবেষণা শুরু করতে চলেছে জেআইএস বিশ্ববিদ্যালয়, আইআইইএসটি শিবপুর এবং আইআইটি খড়্গপুর।

Advertisement

সোমবার এই মউ স্বাক্ষর অনুষ্ঠানে জেআইএসের অধিকর্তা তরণজিত্ সিংহ জানান, ভারতবর্ষে প্রতি বছর মুখের ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান এক লক্ষেরও বেশি মানুষ। কিন্তু প্রথম পর্যায়ে ধরা পড়লে সেরে যেতে পারে এই মারণরোগ। এই রোগ সংক্রান্ত বিভিন্ন গবেষণার জন্য এগিয়ে এসেছে শিবপুর আইআইইএসটি। ক্যানসারের টিস্যু ইঞ্জিনিয়ারিং, বায়োমেটিরিয়াল নিয়ে গবেষণা করতে চলেছে তাঁরা। ক্যানসারের জেনোমিক্স এবং স্টেমসেল নিয়ে গবেষণায় এগিয়ে এসেছে আইআইটি খড়্গপুর। জেআইএসের ডেন্টাল কলেজে এই রোগের চিহ্নিতকরণ এবং চিকিত্সা নিয়ে গবেষণা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্তারা।

এই তিনটি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও মুখের ক্যানসার রোখার গবেষণায় ভবিষ্যতে মউ সই করতে পারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ও। যাদবপুরের ফার্মাসি বিভাগ এই গবেষণায় অংশ নিতে আগ্রহী বলে জানিয়েছেন উপাচার্য সুরঞ্জন দাস।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement