দুর্যোগে পড়ে ফিরল বিমান

ভুবনেশ্বরে প্রচণ্ড ঝড়-জলের মধ্যে পড়ে চারটি বিমান উড়ে এল কলকাতায়। কলকাতা বিমানবন্দর সূত্রের খবর, বুধবার দুপুরে ওই চারটি বিমান কলকাতায় নামার কিছুক্ষণ পরে, ভুবনেশ্বরের আকাশ পরিষ্কার হওয়ার পরে সেখানে ফিরে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০১৬ ০০:০৪
Share:

ভুবনেশ্বরে প্রচণ্ড ঝড়-জলের মধ্যে পড়ে চারটি বিমান উড়ে এল কলকাতায়। কলকাতা বিমানবন্দর সূত্রের খবর, বুধবার দুপুরে ওই চারটি বিমান কলকাতায় নামার কিছুক্ষণ পরে, ভুবনেশ্বরের আকাশ পরিষ্কার হওয়ার পরে সেখানে ফিরে যায়। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এই চারটি বিমানের মধ্যে ইন্ডিগোর একটি বিমান এ দিন দুপুরে কলকাতা থেকেই যাত্রীদের নিয়ে উড়ে গিয়েছিল ভুবনেশ্বর। ইন্ডিগোর অন্য একটি বিমান গিয়েছিল বেঙ্গালুরু থেকে। এয়ার ইন্ডিয়ার একটি বিমান দিল্লি থেকে ভুবনেশ্বর গিয়ে নামতে না পেরে কলকাতায় চলে আসে। এ ছাড়াও একটি ছোট বেসরকারি বিমানও ওই সময়ে ভুবনেশ্বরে নামতে না পেরে কলকাতায় এসে নামে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement