ট্রেনের পরিত্যক্ত ব্যাগে মিলল কচ্ছপ

রেলরক্ষী বাহিনী সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ৯টা নাগাদ কুম্ভ এক্সপ্রেস হাওড়া স্টেশনে ১১ নং প্ল্যাটফর্মে এসে পৌঁছয়। যাত্রীরা ট্রেন থেকে নেমে যাওয়ার পরে রেলরক্ষী বাহিনীর রুটিন তল্লাশির সময়ে দেখতে পান, একটি জেনারেল কামরার সিটের নীচে তিনটি বড় বড় ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৯ ০০:৫২
Share:

হাওড়া স্টেশন। ফাইল চিত্র।

হাওড়া স্টেশনের দূরপাল্লার ট্রেনের মধ্যে থেকে ফের উদ্ধার হল ছ’টি বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপ। শনিবার রাতে রুটিন তল্লাশির সময়ে ট্রেনের কামরায় কচ্ছপগুলি দেখতে পান রেলরক্ষী বাহিনীর জওয়ানেরা। পরে সেগুলিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি অমৃতসর এক্সপ্রেস থেকে ৪১টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছিল রেলরক্ষী বাহিনী।

Advertisement

রেলরক্ষী বাহিনী সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ৯টা নাগাদ কুম্ভ এক্সপ্রেস হাওড়া স্টেশনে ১১ নং প্ল্যাটফর্মে এসে পৌঁছয়। যাত্রীরা ট্রেন থেকে নেমে যাওয়ার পরে রেলরক্ষী বাহিনীর রুটিন তল্লাশির সময়ে দেখতে পান, একটি জেনারেল কামরার সিটের নীচে তিনটি বড় বড় ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তাঁরা ব্যাগগুলি পরীক্ষা করতে গিয়ে দেখেন, ভিতরে কিছু নড়ছে। ব্যাগগুলি খুলে দেখা যায়, ভিতরে ৬টি জীবন্ত বিশালাকার সামুদ্রিক কচ্ছপ। প্রতিটির ওজন প্রায় ১৩ কেজি। কচ্ছপগুলির আনুমানিক বাজার মূল্য ৮০ হাজার টাকা বলে রেলরক্ষী বাহিনী সূত্রের দাবি।

রেলরক্ষী বাহিনীর হাওড়া স্টেশনের সিনিয়ার ডেপুটি কমান্ড্যান্ট রজনীশ ত্রিপাঠী এ দিন বলেন, ‘‘কচ্ছপ দেখে বেশ কিছু ক্ষণ লুকিয়ে অপেক্ষা করে আমাদের তল্লাশিকারী দল। কিন্তু কেউই উদ্ধার হওয়া কচ্ছপগুলি দাবি করতে এগিয়ে আসেনি। কোনও দাবিদার না থাকায় সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।’’ পরে খবর দেওয়া হয় বন দফতরে। খবর পেয়ে বন দফতরের কর্মীরা কচ্ছপগুলিকে উদ্ধার করে নিয়ে যান। জেলা বন দফতর সূত্রে জানা গিয়েছে, কচ্ছপগুলিকে সল্টলেকের বন্যপ্রাণী দফতরে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন