BLO Suffers

এ বার রাসবিহারী, রাজ্যে আরও এক বিএলও অসুস্থ হয়ে পড়লেন! ভর্তি করানো হল হাসপাতালে

রাসবিহারী বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত ৯৩ নম্বর ওয়ার্ডের ২৫৬ নম্বর পার্টের বিএলও প্রদীপ ভুক্তার। বৃহস্পতিবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর কাজ করতে করতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ১৭:২৩
Share:

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএলও প্রদীপ ভুক্তার। ছবি: সংগৃহীত।

রাজ্যের আরও এক বুথ স্তরের আধিকারিক (বিএলও) অসুস্থ হয়ে পড়লেন। রাসবিহারী বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত ৯৩ নম্বর ওয়ার্ডের ২৫৬ নম্বর পার্টের বিএলও প্রদীপ ভুক্তার। বৃহস্পতিবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর কাজ করতে করতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে যাদবপুরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

গত কয়েক দিনে রাজ্যে বেশ কয়েক জন বিএলও অসুস্থ হয়ে পড়েছেন। প্রত্যেকেই কাজের চাপকে দায়ী করেছেন। পরিবার দুষছে নির্বাচন কমিশনকে। অতিরিক্ত কাজের চাপে রাজ্যের তিন বিএলও প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে শাসকদল।

সোমবার এসআইআর-এর কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েছিলেন বনগাঁর গোপালনগর-১ গ্রাম পঞ্চায়েতের ১০৬ নম্বর পার্টের বিএলও সুশান্ত টিকাদার। সোমবার দুপুরে বাড়িতে বসে এনুমারেশন ফর্ম আপডেটের কাজ করছিলেন। সেই সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। বাড়ির লোকজন তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাঁর শারীরিক পরিস্থিতি দেখে নদিয়ার কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে রেফার করেন। মঙ্গলবার বাঁকুড়ার পাত্রসায়রে এনুমারেশন ফর্ম সংগ্রহের সময় অসুস্থ হয়ে পড়েন বিএলও সবিতা সর্দার। অসুস্থতা নিয়ে নিজেই হাজির হলেন হাসপাতালে। কাজের চাপে অসুস্থ হয়ে পড়ছেন বলে হাসপাতালে কান্নাকাটি শুরু করেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement