Dead Body in Eden Gardens

ইডেন গার্ডেন্সের ভিতর থেকে সিএবি কর্মীর পুত্রের ঝুলন্ত দেহ উদ্ধার! কারণ নিয়ে ধোঁয়াশা, শুরু তদন্ত

সোমবার ইডেন গার্ডেন্সের কে ব্লকের ভিতর থেকে উদ্ধার হল এক সিএবি কর্মীর পুত্রের ঝুলন্ত দেহ। মৃত্যুর কারণ নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। সব রকম সম্ভাবনার দিক খতিয়ে দেখে তদন্ত শুরু পুলিশের।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৩ ০৯:৩৮
Share:

ইডেন গার্ডেন্স। —ফাইল চিত্র।

ইডেন গার্ডেন্সের ভিতর থেকে একটি ঝুলন্ত দেহ উদ্ধার হল সোমবার। রাজ্যের ক্রিকেট সংস্থা সিএবি-র তরফে জানা গিয়েছে, যাঁর দেহ উদ্ধার হয়েছে, তিনি তাঁদেরই এক কর্মীর পুত্র। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে যুবকের মৃত্যু হল, তা খতিয়ে দেখছে পুলিশ। এটা স্রেফ আত্মঘাতী হওয়ার ঘটনা, না নেপথ্যে অন্য কোনও কারণ, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement

সিএবি-র সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় আনন্দবাজার অনলাইনকে বলেন, “যিনি মারা গিয়েছেন, তিনি সিএবি-র কেউ নন। এক মালির ছেলে বলে শুনেছি। আমিও আজ সকালে খবর পেয়েছি। পুলিশ এসেছে। তদন্ত শুরু হয়েছে।”

সিএবি সূত্রেও খবর, মৃত যুবকের বাবা এবং কাকা তাদের কর্মী। তাঁদের সঙ্গেই ইডেনের স্টাফ কোয়ার্টারে থাকতেন মৃত যুবক। আদতে ওড়িশার ভদ্রকের বাসিন্দা ওই যুবক কাজের সন্ধানে কলকাতায় এসেছিলেন। ওই সূত্র মারফত জানা গিয়েছে, মৃত যুবকের নাম ধনঞ্জয় বারিক (২১)। তাঁর বাবাও ইডেনের কর্মী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের পরিবার তাদের জানিয়েছে যে, রবিবার থেকেই নিখোঁজ ছিলেন তিনি। ভুগছিলেন মানসিক অবসাদে।

Advertisement

সোমবার সকালে ইডেন গার্ডেন্সের কে ব্লকের গ্যালারি থেকে দেহটি উদ্ধার হয়। সকাল সাড়ে ৭টা নাগাদ সিএবি-র এক কর্মী পুলিশকে খবর দেন। তার পরই ইডেনে আসে ময়দান থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। কী কারণে এবং কখন ওই যুবক কে ব্লকের গ্যালারিতে গিয়েছিলেন, তাঁর সঙ্গে অন্য কেউ ছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement