বাসে আগুন, আতঙ্ক

পাঁচ নম্বর সেক্টর এবং রাজারহাটের তথ্যপ্রযুক্তি তালুকের রাস্তায় তখন গাড়ির বেশ চাপ। তারই মধ্যে আচমকা সকাল সওয়া ১১টা নাগাদ নিকো পার্কের কাছে নবদিগন্ত উড়ালপুলের আগে সার্ভিস রোডের ধারে দাঁড় করানো একটি বাসে আগুন ধরে গেল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৬ ০১:৫২
Share:

তখনও আগুনের গ্রাসে। বুধবার। — দেবনাথ শা

পাঁচ নম্বর সেক্টর এবং রাজারহাটের তথ্যপ্রযুক্তি তালুকের রাস্তায় তখন গাড়ির বেশ চাপ। তারই মধ্যে আচমকা সকাল সওয়া ১১টা নাগাদ নিকো পার্কের কাছে নবদিগন্ত উড়ালপুলের আগে সার্ভিস রোডের ধারে দাঁড় করানো একটি বাসে আগুন ধরে গেল। কিছু ক্ষণের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি। হলুদ রঙের ওই বাসটি (ডব্লিউবি ১৯জি ৪৫০৩) একটি স্কুল বাস জানতে পেরে আতঙ্ক বেড়ে যায়। তবে তখন বাসে কেউ ছিল না বলে জানায় পুলিশ। ঘটনাস্থলে যায় পাঁচ নম্বর সেক্টর থানার পুলিশ এবং দমকলের দু’টি ইঞ্জিন।

Advertisement

পুলিশ জানিয়েছে, সকালে ওই বাসটি রুবির কাছে একটি স্কুলে এবং রাতে বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থায় ভাড়া খাটে। এ দিন বাসের চালক ও খালাসিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, রাস্তার ধারে বাসটি দাঁড় করিয়ে ভিতরে রান্না হচ্ছিল। ঘটনার সময়ে স্টোভের উপরে হাঁড়িতে ভাত বসিয়ে রাস্তার ধারের কলে বাসন ধুচ্ছিলেন চালক ও খালাসি। ওই সময়েই আচমকা আগুন ধরে যায় বলে জানান চালক। দমকল এসে দ্রুত আগুন নিভিয়ে ফেললেও ততক্ষণে অবশ্য বাসটি ভস্মীভূত হয়ে গিয়েছে। প্রাথমিক তদন্তে দমকল কর্মীদের একাংশের বক্তব্য, শর্ট সার্কিট কিংবা ব্যাটারি গরম হয়ে ফেটে যাওয়ায় নয়, কোনও ভাবে স্টোভ থেকেই আগুন ছড়িয়ে পড়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement