Illegal Drug

নিষিদ্ধ কাশির সিরাপ মজুত, লাইসেন্স বাতিল ব্যবসায়ীর

জানানো হয়, হিমাচলের একটি ওষুধ সংস্থা নির্দিষ্ট একটি কাশির সিরাপ সরবরাহ করছে বাঘা যতীনের এক পাইকারি ব্যবসায়ীকে। কিন্তু ওই কাশির সিরাপ নিষিদ্ধ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৫ ০৮:৪২
Share:

নিষিদ্ধ কাশির সিরাপ আমদানির জন্য ওযুধ দোকানের লাইসেন্স বাতিল। —প্রতীকী চিত্র।

ভিন্ রাজ্যে তৈরি হওয়া নিষিদ্ধ কাশির সিরাপ আসছে কলকাতার এক পাইকারি ওষুধ বিক্রেতার কাছে। সংশ্লিষ্ট রাজ্যের ড্রাগ কন্ট্রোল থেকে অভিযোগ এসেছিল এ রাজ্যে। তদন্তে নেমে রাজ্য ড্রাগ কন্ট্রোল ওই বিক্রেতার লাইসেন্স বাতিল করল।

সম্প্রতি হিমাচল প্রদেশের ড্রাগ কন্ট্রোল থেকে যোগাযোগ করা হয় এ রাজ্যের ড্রাগ কন্ট্রোলের সঙ্গে। জানানো হয়, হিমাচলের একটি ওষুধ সংস্থা নির্দিষ্ট একটি কাশির সিরাপ সরবরাহ করছে বাঘা যতীনের এক পাইকারি ব্যবসায়ীকে। কিন্তু ওই কাশির সিরাপ নিষিদ্ধ। নেশাদ্রব্য হিসাবে ব্যবহৃত ওই সিরাপ কী ভাবে ওই ব্যবসায়ী মজুত করছেন, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেন রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকেরা। বাঘা যতীন স্টেশন রোডে ওই ব্যবসায়ীর অফিসে ও গুদামে হানা দেওয়ায় একাধিক অনিয়ম ধরা পড়ে।

দেখা যায়, ড্রাগ কন্ট্রোলের নিয়ম না মানায় ২০২২ থেকে ওই ব্যবসায়ীর লাইসেন্সের নবীকরণ করা হয়নি। আর হিমাচল থেকে যে সিরাপের কথা জানানো হয়েছিল, সেই মেয়াদ-উত্তীর্ণ ওষুধও আলাদা না রেখে দেদার বিক্রি চলছে। কী ভাবে এমন করা হচ্ছে, তা জানতে ওই ব্যবসায়ীকে নোটিস পাঠায় ড্রাগ কন্ট্রোল। তাতে জানা যায়, এক হাতুড়ে ডাক্তারের মাধ্যমে ওই সিরাপ বিক্রি করা হচ্ছিল। বাঘা যতীনের গুদাম থেকে নিষিদ্ধ সিরাপটির ছ’টি ব্যাচের ৬৫১২৮টি বোতল বাজেয়াপ্ত করা হয়েছে। কার মাধ্যমে ভিন্ রাজ্য থেকে ওই সিরাপ শহরে ঢুকছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি, নিষিদ্ধ সিরাপ শহরের ওই পাইকারি ব্যবসায়ীর মাধ্যমে আর কোথাও যাচ্ছিল কিনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তদন্তকারীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন