কলেজ স্কোয়ার নিয়ে মামলা

সোমবার জনস্বার্থে ওই মামলা দায়ের করেছেন হাওড়ার শিবপুরের বাসিন্দা জনৈক অনঙ্গজি়ৎ চট্টোপাধ্যায়। তাঁর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় জানান, মামলার আবেদনে বলা হয়েছে, নাগরিকদের মৌলিক অধিকার রয়েছে সভা-সমাবেশ করার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুন ২০১৭ ০১:২১
Share:

কলেজ স্কোয়্যারে মিটিং, মিছিল বন্ধ করে কলকাতার পুলিশ কমিশনার জুনের প্রথম সপ্তাহে যে বিজ্ঞপ্তি জারি করেছেন, তাকে চ্যালেঞ্জ করে এ বার জনস্বার্থে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। ইতিমধ্যেই এর প্রতিবাদে মুখর হয়েছেন নাগরিকদের একাংশ।

Advertisement

সোমবার জনস্বার্থে ওই মামলা দায়ের করেছেন হাওড়ার শিবপুরের বাসিন্দা জনৈক অনঙ্গজি়ৎ চট্টোপাধ্যায়। তাঁর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় জানান, মামলার আবেদনে বলা হয়েছে, নাগরিকদের মৌলিক অধিকার রয়েছে সভা-সমাবেশ করার। স্বাধীনতার অনেক আগে ১৮ শতক থেকেই কলেজ স্কোয়্যারে রাজনৈতিক সমাবেশ হয়ে আসছে। সেই সময়ে ব্রিটিশদের নীতির বিরুদ্ধে স্বাধীনতাগ্রামীরা কলেজ স্কোয়্যারকে বহু বার আন্দোলনের জায়গা হিসেবে বেছে নিতেন। পরবর্তী কালে শাসকদলের জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে ওই জায়গাকে প্রতিবাদ প্রদর্শনের জায়গা হিসেবে বেছে নেওয়া হয়েছে। এমন একটি জায়গায় সমাবেশ বন্ধের বিজ্ঞপ্তি কেবল অগণতান্ত্রিক নয়, অসাংবিধানিকও বটে।

বলা হয়েছে, রাজনৈতিক সমাবেশ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্যও কলেজ স্কোয়ার পরিচিত। সেখানে সমাবেশ বন্ধের বিজ্ঞপ্তি জারি করে পুলিশ কমিশনার নাগরিকদের অধিকার রক্ষার বদলে তাঁর স্বৈরাচারী মনোভাব প্রকাশ করেছেন। তাই হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে বিজ্ঞপ্তি বাতিলের আর্জি জানানো হয়েছে। আইনজীবী জানান, হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রে ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে দায়ের করা মামলার শুনানি হতে পারে এ সপ্তাহে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন