মডেলের শ্লীলতাহানি, চিত্রগ্রাহক গ্রেফতার

এক উঠতি মডেলের শ্লীলতাহানির অভিযোগে এক চিত্রগ্রাহককে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার সন্ধ্যায় সৌমেন চৌধুরী নামে ওই চিত্রগ্রাহককে এন্টালি থানার সিআইটি রোডে তাঁর স্টুডিও থেকেই গ্রেফতার করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৫ ১৫:৩২
Share:

এক উঠতি মডেলের শ্লীলতাহানির অভিযোগে এক চিত্রগ্রাহককে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার সন্ধ্যায় সৌমেন চৌধুরী নামে ওই চিত্রগ্রাহককে এন্টালি থানার সিআইটি রোডে তাঁর স্টুডিও থেকেই গ্রেফতার করা হয়।

Advertisement

কী ঘটেছিল? পুলিশ জানিয়েছে, একটি নির্মীয়মাণ চলচ্চিত্রের প্রয়োজনে ফোটোশুটের জন্য শুক্রবার দুপুরে সিআইটি রোডের ওই স্টুডিওতে যান ওই তরুণী। অভিযোগ, প্রথম কয়েকটি ফোটোশুটের পর কাজের বাহানায় তাঁর শ্লীলতাহানি করেন ওই চিত্রগ্রাহক। তিনি চিৎকার করে উঠলে তাঁকে একটি ঘরে বন্ধ করে স্টুডিওর অন্য ঘরে চলে যান। তখন ওই মহিলা তাঁর মোবাইল থেকে ফোন করে এক বন্ধুকে পুরো বিষয়টি জানান। ওই বন্ধু ফোন করেন কলকাতার পুলিশ কমিশনারকে। পুলিশ কমিশনার এন্টালি থানাকে ব্যবস্থা নিতে বললে পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে এবং মহিলাকে উদ্ধার করে। পরে তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন