—প্রতিনিধিত্বমূলক ছবি।
স্কুটার কিনে বিক্রয়কারী সংস্থাতেই ভাড়া খাটালে ক্রেতারা প্রতি মাসে সাড়ে সাত হাজার টাকা করে পাবেন। এই প্রলোভন দেখিয়ে বহু লোককে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম কুণাল কুমার ওরফে কুমার কুন্দন ওরফে সুধীর কুমার। শনিবার রাতে পটনা থেকে তাকে ধরে বাগুইআটি থানার বিশেষ দল। পুলিশ সূত্রের খবর, এই কৌশলে স্কুটার বিক্রি করে প্রায় ১৫ কোটি টাকা তুলেছিল সংশ্লিষ্ট সংস্থা।
পুলিশ সূত্রের খবর, ২০২৩ সালে বাগুইআটির দেশবন্ধুনগরে অফিস খুলেছিল ওই সংস্থা। পরে বাঁকুড়া ও রাঁচীতে আরও দু’টি শাখা খোলে তারা। স্কুটার ভাড়া খাটিয়ে টাকা পাওয়ার প্রস্তাব পেয়ে অনেকেই ২০২৩ সাল থেকে স্কুটার কিনতে শুরু করেন। গত বছর ক্রেতাদের আরও একাধিক লোভনীয় প্রস্তাব দেওয়া হয়। কিন্তু, চলতি বছরের ৭ মে থেকে আচমকাই ঝাঁপ বন্ধ করে দেয় ওই সংস্থা। ক্রেতাদের তরফে সেই খবর পৌঁছয় পুলিশের কাছে।
গত ২৫ জুন বিহারের সীতামঢ়ি থেকে শশাঙ্ক দত্ত ওরফে স্বরূপ নামে এক ব্যক্তিকে ধরেন তদন্তকারীরা। তাকে জেরা করে বেশ কিছু সূত্র মেলে। তার ভিত্তিতে অভিযান চালিয়ে ধরা হয় কুণালকে। পুলিশ জানায়, ধৃতদের জেরা করে মিলেছে ৪৭টি স্কুটার, ৭টি ব্যাটারি, ২৪টি চার্জার, ২৫টি হেলমেট। বাজেয়াপ্ত হয়েছে প্রায় তিন লক্ষ টাকা।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে