Special Child Harassed in School

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ‘হেনস্থা’ স্কুলে

বৃহস্পতিবার তদন্ত কমিটির বৈঠক আছে। তাতে অভিযোগকারী অভিভাবককে উপস্থিত থাকতে বলা হয়েছে। যদিও স্কুল কর্তৃপক্ষ সব অভিযোগ অস্বীকার করেছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১০:১৬
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

স্কুলেই দ্বিতীয় শ্রেণির পড়ুয়া, বিশেষ চাহিদাসম্পন্ন এক শিশুকে হেনস্থার অভিযোগ উঠল কলকাতায়। অবিন্যস্ত পোশাকে তাকে শ্রেণিকক্ষে বসিয়ে রাখার অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারি নানা মন্ত্রকের পাশাপাশি, রাজ্য শিশু অধিকার রক্ষা কমিশনে চিঠি দিয়েছে ওই শিশুটির পরিবার। বিষয়টি নিয়ে ওই পরিবারের সঙ্গে কথা বলেছে কমিশন। স্কুল কর্তৃপক্ষ একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটিও গঠন করেছেন বলে সূত্রের খবর। আজ, বৃহস্পতিবার তদন্ত কমিটির বৈঠক আছে। তাতে অভিযোগকারী অভিভাবককে উপস্থিত থাকতে বলা হয়েছে। যদিও স্কুল কর্তৃপক্ষ সব অভিযোগ অস্বীকার করেছেন।

কালিম্পঙের বাসিন্দা ওই শিশুটির বাবা কেন্দ্রীয় সরকারি কর্মী। চাকরি সূত্রে কলকাতায় এসে অটিজ়ম স্পেকট্রাম ডিজ়অর্ডার থাকা মেয়েকে তিনি ২০২২ সালে ওই কেন্দ্রীয় সরকারি স্কুলে ভর্তি করান। তাঁর কথায়, ‘‘মেয়ে ঠিকঠাক কথা বলতে পারে না। ভাল পরিবেশ পাবে ভেবে সব ধরনের ছেলেমেয়ে পড়তে পারে, এমন সরকারি স্কুলে মেয়েকে ভর্তি করি। কিন্তু তার ফল উল্টো হল। গত ২৩ জুন মেয়েকে স্কুল থেকে আনতে গেলে দেখি, অবিন্যস্ত পোশাকে তাকে বসিয়ে রাখা হয়েছে। কেন এমন করা হয়েছে, সে নিয়ে কথা বলতে গেলেও অধ্যক্ষ দেখা করেননি।’’ অভিযোগ, সহ-অধ্যক্ষ দেখা করলেও ব্যাপারটিকে তেমন গুরুত্ব দিতে চাননি। স্কুলটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা যদিও বলেন, ‘‘মিথ্যা অভিযোগ করা হচ্ছে। তেমন কিছুই ঘটেনি। আমরা একাধিক বার ওই অভিভাবকের থেকে সাহায্য চেয়েছি। উল্টে তাঁরাই স্কুলের সঙ্গে কোনও সহযোগিতা করেননি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন