দম্পতির হাতে মার খেল পুলিশ

এ বার থানার মধ্যে পুলিশকে মারধরের অভিযোগ উঠল খাস কলকাতাতেই। বুধবার ঘটনাটি ঘটে কসবা থানায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০৫:২০
Share:

রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশকে নিগ্রহের ঘটনা কলকাতা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে আকছার ঘটছে। এ বার থানার মধ্যে পুলিশকে মারধরের অভিযোগ উঠল খাস কলকাতাতেই। বুধবার ঘটনাটি ঘটে কসবা থানায়।

Advertisement

অভিযোগ, সম্পত্তি নিয়ে শরিকি গোলমালের ঘটনায় এক দম্পতিকে থানায় আনা হয়েছিল। আর সেই দম্পতির হাতেই আক্রান্ত হয় পুলিশ। তবে পুলিশের একটি অংশ জানাচ্ছে, আক্রমণটা হয়েছে দু’দফায়। প্রথমে সুইনহো লেনে। পরে থানায়।

পুলিশি সূত্রের খবর, সকাল সাড়ে ১০টা নাগাদ খবর আসে, সুইনহো লেনের একটি বাড়িতে দু’ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে কোন্দল চলছে। ছোট ভাই বিশেষেন্দ্র তিওয়ারি এবং তাঁর স্ত্রী আরতি বড় ভাই এবং তাঁর স্ত্রীকে মারধর করছেন। পুলিশ গেলে ক্ষিপ্ত হয়ে ওঠেন বিশেষেন্দ্র ও আরতি। তাঁরা পুলিশকে ধাক্কাধাক্কি করেন এবং এক সাব-ইনস্পেক্টরকে চড়থাপ্পড় মারেন বলে অভিযোগ। সঙ্গে মহিলা পুলিশ না-থাকায় সমস্যায় পড়তে হয় বাহিনীকে। পরে থানা থেকে মহিলা পুলিশ নিয়ে গিয়ে আরতি ও বিশেষেন্দ্রকে থানায় নিয়ে যাওয়া হয়। অভিযোগ, আরতিরা সেখানেও পুলিশকে ধাক্কাধাক্কি করেন। তাঁদের গ্রেফতার করা হয়।

Advertisement

২০১৪ সালের নভেম্বরে আলিপুর থানায় দুষ্কৃতীদের হামলা থেকে বাঁচতে টেবিলের নীচে ঢুকতে হয়েছিল পুলিশকে। এ দিন দলবদ্ধ দুষ্কৃতী নয়, স্রেফ এক দম্পতির হাতেই নিজেদের ডেরায় নাস্তানাবুদ হতে হল আইনশৃঙ্খলার রক্ষকদের!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন