Calcutta High Court

মায়ের পদবি গ্রহণের আবেদন করে আদালতের দ্বারস্থ কিশোর

মামলাকারীর আইনজীবী জানান, বিবাহ বিচ্ছেদের আইনি প্রক্রিয়ায় অনুপস্থিত ছিলেন কিশোরের বাবা, তাই মামলায় তিনি নাও যুক্ত হতে পারেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ০৮:১৭
Share:

কলকাতা হাই কোর্টের দ্বারস্থ ১৪ বছর বয়সি পুত্র। —প্রতীকী চিত্র।

জন্মের শংসাপত্রে বাবার পদবি পরিবর্তন করে মায়ের পদবি গ্রহণ করার আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ ১৪ বছর বয়সি পুত্র। শুক্রবার এই মামলার শুনানিতে বিচারপতি গৌরাঙ্গ কান্ত মামলাকারীর বাবাকে এই মামলায় যুক্ত করে পুনরায় আবেদনের নির্দেশ দেন। মামলাকারীর আইনজীবী জানান, বিবাহ বিচ্ছেদের আইনি প্রক্রিয়ায় অনুপস্থিত ছিলেন কিশোরের বাবা, তাই মামলায় তিনি নাও যুক্ত হতে পারেন। বিচারপতির পর্যবেক্ষণ, ‘‘বাবাকে নিজের বক্তব্যের পেশ করার সুযোগ দিতে হবে। তিনি মামলায় যুক্ত না হলে সেই মতো নির্দেশ দেবে আদালত।’’ মামলার পরবর্তী শুনানি ৯ জুলাই ধার্য হয়েছে।

মামলাকারী পুত্রের আইনজীবী জানান, জন্মের শংসাপত্রে নামের সঙ্গে বাবার পদবি যুক্ত থাকলেও আধার, পাসপোর্ট ও অন্যান্য নথিতে মায়ের পদবি রয়েছে। সম্প্রতি নবম শ্রেণিতে উঠলে, স্কুলের বোর্ডের রেজিস্ট্রেশনের সময়ে জন্মের শংসাপত্রে বাবার পদবি ‘চট্টোপাধ্যায়’ ও অন্য নথিতে মায়ের পদবি ‘ভট্টাচার্য’ থাকায় আপত্তি জানিয়ে জন্মের শংসাপত্রে পদবি পরিবর্তনের পরামর্শ দেন স্কুল কর্তৃপক্ষ। চন্দননগর পুরসভায় সেই আবেদন করা হলেও জন্মের শংসাপত্রে পদবি সংশোধন করা যাবে না, জানিয়ে দেওয়া হয়। আইনজীবীর অভিযোগ, জন্মের শংসাপত্রে পদবি পরিবর্তন নিয়ে নিয়মের বাধা না থাকলেও, অস্বাভাবিক যুক্তি দিয়ে এই পদক্ষেপ করতে অরাজি পুরসভা।

আদালত সূত্রের খবর, ২০০৮ সালে দম্পতির বিয়ে হয়। ২০১১ সালে জন্ম হয় ছেলের। তার দু’মাসের মধ্যে বিবাদের জেরে আলাদা থাকতে শুরু করেন দম্পতি। মায়ের কাছে থাকে পুত্র। ২০১৫ সালে আইনত বিবাহ বিচ্ছেদ হয় মামলাকারীর বাবা-মায়ের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন