Kolkata News

যাদবপুরে অভিনেত্রীকে হেনস্থার অভিযোগ

গাড়ি চলাচল নিয়ে সমস্যার সূত্রপাত। অভিযোগ, সে কারণেই নাকি গাড়িচালকের হাতে হেনস্থা হতে হল ছোটপর্দার এক অভিনেত্রীকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৭ ১৪:৫৩
Share:

— প্রতীকী ছবি।

গাড়ি চলাচল নিয়ে সমস্যার সূত্রপাত। অভিযোগ, সে কারণেই নাকি গাড়িচালকের হাতে হেনস্থা হতে হল ছোটপর্দার এক অভিনেত্রীকে।

Advertisement

আরও পড়ুন, থানাতেই খেলাঘর

সূত্রের খবর, বুধবার রাতে যাদবপুরের চিত্তরঞ্জন কলোনিতে ওই অভিনেত্রীর গাড়ির পাশ দিয়ে আরও একটি গাড়ি যাওয়া নিয়ে জায়গার সমস্যার জন্য বচসা শুরু হয়। তখন অন্য গাড়ির চালক নেমে এসে অভিনেত্রী ও তাঁর স্বামীকে হেনস্থা করেন বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে ১০০ ডায়াল করেও কোনও লাভ হয়নি। পরে যাদবপুর থানায় খবর দেন অভিনেত্রী। পুলিশ এসে তাঁদের উদ্ধার করে। ওই গাড়িচালকের বিরুদ্ধে যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িচালকের সঙ্গে যে ওই অভিনেত্রীর বচসা হয়েছিল তা তাঁরা দেখেছেন। অভিযুক্ত গাড়িচালক এখনও অধরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement