গর্ভপাত মামলার হল না নিষ্পত্তি

ভ্রূণের জটিলতা থাকায় গর্ভপাতের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বেলেঘাটার বাসিন্দা এক গৃহবধূ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৯ ০০:০০
Share:

কলকাতা হাইকোর্ট। —ফাইল চিত্র।

ভ্রূণের জটিলতা থাকায় গর্ভপাতের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বেলেঘাটার বাসিন্দা এক গৃহবধূ। সোমবার সেই মামলার শুনানিতে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর আদালতে তিনি তাঁর আইনজীবী মারফত জানালেন, জটিলতা নিয়ে তাঁর গর্ভস্থ ভ্রূণ বেঁচে থাকবে কি না, সেটা ঠিক করার অধিকার সম্পূর্ণ ভাবে তাঁর নিজের। সংবিধান তাঁকে সেই অধিকার দিয়েছে। মহিলার আইনজীবী কল্লোল বসু ও অপলক বসু

Advertisement

আদালতকে জানান, এসএসকেএম হাসপাতালের মেডিক্যাল বোর্ড যে রিপোর্ট জমা দিয়েছে তা অসম্পূর্ণ। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল অভ্রতোষ মজুমদার এ দিন আদালতে জানান, মহিলার গর্ভস্থ ভ্রূণ যেহেতু জীবিত অবস্থায় রয়েছে, তাই তাকে হত্যা করার অধিকার কারও নেই।

আইনজীবীরা আরও জানান, ইঞ্জেকশন দিয়ে ভ্রূণের হৃদ্‌যন্ত্রের গতি থামিয়ে দেওয়া যায়। তাতে কোনও আইনি বাধা নেই। তাঁদের বক্তব্য, ভ্রূণের জটিলতা নিয়ে অন্তঃসত্ত্বা ওই বধূ মানসিক অস্থিরতার মধ্যে রয়েছেন। তাঁর স্বামীর আর্থিক সচ্ছলতা নেই। ডাউন সিন্ড্রোম নিয়ে সন্তান জন্মালে ভবিষ্যতে তাঁদের পক্ষে শিশুটির চিকিৎসা চালানো সম্ভব না-ও হতে পারে। সব শুনে বিচারপতি চক্রবর্তী জানান, তিনি আজ, মঙ্গলবার ফের মামলাটি শুনবেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন