Indian railways

গঙ্গাসাগরের যাত্রীর চাপ সামলাতে অতিরিক্ত ট্রেন

অতিরিক্ত ট্রেনগুলি শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশন থেকে চালানো হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২১ ০১:০২
Share:

—ফাইল চিত্র

গঙ্গাসাগর মেলার যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে ১২টি গ্যালপিং লোকাল ট্রেন চালাবে পূর্ব রেল। আগামী ১২ থেকে ১৭ জানুয়ারির মধ্যে ওই ট্রেনগুলি চলবে বলে রেল সূত্রের খবর। যাত্রীদের সুবিধার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক সমন্বয় বজায় রাখতে বুধবার পূর্ব রেলের পক্ষ থেকে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে একটি চিঠিও দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতিতে ট্রেনে ওঠার আগে যাত্রীদের প্রয়োজনীয় পরীক্ষা এবং জীবাণুনাশের ব্যবস্থা করার কথা বলা হয়েছে চিঠিতে। রেলের পক্ষ থেকে লোকাল ট্রেনের কামরায় নিয়মিত জীবাণুনাশের কাজ করার কথা বলা হয়েছে। এ কথা জানিয়েছেন পূর্ব রেলের অতিরিক্ত জেনারেল ম্যানেজার অনীত দুলাট।

Advertisement

অতিরিক্ত ট্রেনগুলি শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশন থেকে চালানো হবে। অতিরিক্ত ১২টি ট্রেনের মধ্যে ৩টি শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে এবং ২টি ট্রেন কলকাতা স্টেশন থেকে চলবে। এ ছাড়াও, নামখানা, কাকদ্বীপ এবং লক্ষ্মীকান্তপুর থেকে যাওয়া-আসার ট্রেন মিলবে। গঙ্গাসাগর মেলা উপলক্ষে ৩টি অতিরিক্ত ট্রেন সকাল ৬টা ১৫ মিনিট, দুপুর ২টো ৪০ মিনিট এবং বিকেল ৪টে ২৪ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে নামখানা পর্যন্ত যাবে। পাশাপাশি, কলকাতা স্টেশন থেকে সকাল ৭টা ৩৫ মিনিট ও রাত ৯টা ১০ মিনিটে দু’টি ট্রেন ছেড়ে বি বা দী বাগ, মাঝেরহাট, বালিগঞ্জ স্টেশন হয়ে নামখানা যাবে। তবে ১৪ জানুয়ারি সকাল ৭টা ৩৫ মিনিটের ট্রেনটি সকাল ৮টা ৪৫ মিনিটে ছাড়বে।

ফেরার পথে নামখানা থেকে সকাল ৯টা ১০মিনিট, সকাল ১১টা ১৮ মিনিট, সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট, সন্ধ্যা ৭টা ৫ মিনিট এবং রাত ২টো ৫ মিনিটে শিয়ালদহের ট্রেন ছাড়বে। এ ছাড়াও, কাকদ্বীপ এবং লক্ষ্মীকান্তপুর থেকে দুপুর ২টো ৪০ মিনিট এবং রাত ১১টা ১৫ মিনিটে বিশেষ ট্রেন ছাড়বে। গ্যালপিং ট্রেনগুলি বালিগঞ্জ, সোনারপুর, লক্ষ্মীকান্তপুর-সহ কয়েকটি স্টেশনে থামবে। মেলার যাত্রীদের জন্য শিয়ালদহ ও দক্ষিণ শহরতলির কয়েকটি স্টেশনে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের দেহের তাপমাত্রা পরীক্ষা এবং অন্য পরীক্ষার জন্য কাকদ্বীপ স্টেশনে রেলের জমি ব্যবহার করতে দেওয়ার কথা জানিয়ে দিয়েছে রেল।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন