রাষ্ট্রপতি আসবেন, কুকুর সামলান

রাষ্ট্রপতির কনভয়ে কুকুর ঢুকে পড়বে না তো? ভাবনায় মাথায় হাত পুর প্রশাসন এবং পুলিশের।

Advertisement

অনুপ চট্টোপাধ্যায়

শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৭ ০২:০৫
Share:

রাষ্ট্রপতির কনভয়ে কুকুর ঢুকে পড়বে না তো? ভাবনায় মাথায় হাত পুর প্রশাসন এবং পুলিশের।

Advertisement

আগামী পয়লা এপ্রিল বিকেলে বেহালার জোকায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের এক অনুষ্ঠানে হাজির থাকবেন ভারতের রাষ্ট্রপতি প্রণবকুমার মুখোপাধ্যায়। ভিভিআইপি-র সেই অনুষ্ঠানের আগাম প্রস্তুতিতে মঙ্গলবার জোকায় একটি জরুরি বৈঠক করেন স্পেশাল ব্রাঞ্চের পদস্থ পুলিশ অফিসারেরা। মূলত এলাকার পরিবেশ, অনুষ্ঠান স্থলের পরিধি, আশপাশে কোথায় কী রয়েছে এবং কোন পথে ভিভিআইপি-র কনভয় যাবে, সে সব দেখা হয় এ ধরনের প্রস্তুতিতে। হাজির ছিলেন পুরসভার অফিসারও। কিন্তু ওই প্রতিষ্ঠানে গিয়েই তাঁদের নজরে পড়ে সেখানে অনেক কুকুর ঘোরাঘুরি করছে। এ দিকে, সেখানে প্রবেশদ্বার থেকে মূল অনুষ্ঠানের জায়গায় যেতে কিছুটা পথ পেরোতে হয়। ওই পথ দিয়ে যাওয়ার সময়ে পুলিশের নজরে পড়ে সারমেয় দলের দৌরাত্ম্য। রাস্তায় ইতস্তত ঘুরে বেড়াচ্ছে তারা।

বৈঠকে তাই বার বার কুকুরের প্রসঙ্গ উঠে আসে। এমনিতে রাষ্ট্রপতির নিরাপত্তা প্রচণ্ড আঁটোসাটো। তাঁর কনভয়ের ধারেকাছে কাউকে দাঁড়াতে পর্যন্ত দেয় না নিরাপত্তা বাহিনী। তাই পুলিশের চিন্তা, রাষ্ট্রপতির মতো একজন ভিভিআইপি-র কনভয়ে কুকুর ঢুকে গেলে নিরাপত্তার বিষয়টি ভীষণ ভাবে বিঘ্নিত হতে পারে। প্রথমত, কুকুর হটানো সমস্যা হবে। দ্বিতীয়ত, নিরাপত্তায় রাজ্য পুলিশের অক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবে। রাষ্ট্রপতির কনভয়ের দায়িত্বে থাকা কেন্দ্রীয় প্রতিরক্ষা দফতরের বিশেষ বাহিনীও অসন্তুষ্ট হতে পারে বলে মনে করছে পুলিশ। তাই কুকুরের দল যাতে কোনও ভাবে কনভয়ের কাছাকাছি না ঘেঁষতে পারে, তার ব্যবস্থা করতে চায় পুলিশ। তাই ওই সমস্যা সমাধানে পুর প্রশাসনের সহায়তা জরুরি বলে মনে করছে পুলিশ। সে সব ভেবেই পুরকর্তাদের কানেও তোলা হয়েছে বিষয়টি।

Advertisement

পুরসভা সূত্রে খবর, রাষ্ট্রপতি সেখানে ঢোকার আগে থেকে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত ওই চত্বরে থাকা কুকুরের দলকে প্রতিষ্ঠানের বাইরে রাখার ব্যবস্থা করতে হবে, পুর প্রশাসনের কাছে সেই প্রস্তাব এসেছে। এই কাজ সম্পন্ন করতে পুর প্রশাসন কুকুরগুলিকে সাময়িক ভাবে অন্যত্র রাখার পরিকল্পনা করছে। পুরসভার কুকুর ধরার দলও ব্যবহার করা হতে পারে বলে জানা গিয়েছে। যোগাযোগ করা হবে কুকুর প্রেমীদের সঙ্গেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন