উচ্চশিক্ষায় সঙ্কট কাটাতে পরামর্শ

গত আড়াই দশক ধরে দেশের উচ্চশিক্ষা এবং গবেষণায় সঙ্কট চলছে। তা কাটিয়ে উঠতে এগিয়ে আসতে হবে নতুন প্রজন্মের গবেষকদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৬ ০২:৩৭
Share:

গত আড়াই দশক ধরে দেশের উচ্চশিক্ষা এবং গবেষণায় সঙ্কট চলছে। তা কাটিয়ে উঠতে এগিয়ে আসতে হবে নতুন প্রজন্মের গবেষকদের। বুধবার বসু বিজ্ঞান মন্দিরে আচার্য জগদীশচন্দ্র বসু স্মারক বক্তৃতার সভাপতি হিসেবে এমনই মন্তব্য করলেন বিশিষ্ট জীবরসায়নবিদ পদ্মনাভন বলরাম। এই সঙ্কটের পিছনে সামাজিক এবং রাজনৈতিক, দু’টি কারণ নিয়ে ইঙ্গিত দিলেও সঙ্কটের চেহারা অবশ্য তিনি স্পষ্ট করেননি। জগদীশচন্দ্র বসু, মেঘনাদ সাহার মতো বাঙালি বিজ্ঞানীদের কৃতিত্বের কথা উল্লেখ করে তাঁর পরামর্শ, শুধু অতীতের গৌরব উদযাপন করলেই চলবে না, ভবিষ্যৎকেও উজ্জ্বল করতে হবে। এ দিন বসু বিজ্ঞান মন্দিরের একশোতম প্রতিষ্ঠা দিবস ছিল। সেই উপলক্ষে সোশ্যাল মিডিয়াতেও হাতেখড়ি হয়েছে এই গবেষণা প্রতিষ্ঠানের। বসু বিজ্ঞান মন্দিরের অধিকর্তা সিদ্ধার্থ রায় জানান, মঙ্গলবারই ফেসবুক ও ট্যুইটারে অ্যাকাউন্ট খুলেছেন তাঁরা। নতুন একটি ওয়েবসাইটও উদ্বোধন করা হবে। এ দিন আচার্য জগদীশচন্দ্র বসু এবং রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠির একটি সঙ্কলনের উদ্বোধন করা হয়েছে। শতবর্ষ উপলক্ষে আগামী এক বছর বিজ্ঞানের নানা শাখায় বিভিন্ন আলোচনাসভা ও অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ দিন আচার্য জগদীশচন্দ্র বসু স্মারক বক্তৃতা দেন বিশিষ্ট বিজ্ঞানী রাঘবেন্দ্র গর্গকর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন