ফের দুর্ঘটনা ‘মা’-এ, উদ্বেগ

গত বুধবারই পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটিগামী একটি পুলিশ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অন্য লেনে চলে গিয়েছিল। সেই ঘটনায় আহত হয়েছিলেন তিন জন। ঘটনার চার দিন পরে ফের দুর্ঘটনা একই উড়ালপুলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুন ২০১৭ ০০:০০
Share:

কখনও হেলমেটহীন মোটরবাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারছে, আবার কখনও বা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ার ঘটনা ঘটছে। ২০১৫ সালে উদ্বোধনের পর থেকেই বারবার দুর্ঘটনার শিরোনামে উঠে এসেছে মা উড়ালপুল। রবিবার দুপুরে সেখানেই ঘটল আরও একটি দুর্ঘটনা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর সাড়ে বারোটা নাগাদ পার্ক সার্কাস থেকে একটি গাড়ি সায়েন্স সিটির দিকে যাচ্ছিল। গাড়িটি হঠাৎই তপসিয়ায় কোহিনুর মার্কেটের কাছে আর একটি গাড়ির পিছনে ধাক্কা মারে। ঘটনায় কেউ হতাহত না হলেও দু’টি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পরে পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটিগামী লেনে বেশ কিছুক্ষণের জন্য যানজট হয়। পুলিশ ঘটনাস্থলে এসে গাড়ি দু’টি আটক করে তপসিয়া থানায় নিয়ে যায়। চালকের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ দায়ের করেছে তপসিয়া থানার পুলিশ।

গত বুধবারই পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটিগামী একটি পুলিশ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অন্য লেনে চলে গিয়েছিল। সেই ঘটনায় আহত হয়েছিলেন তিন জন। ঘটনার চার দিন পরে ফের দুর্ঘটনা একই উড়ালপুলে। গত ১৭ মে এই উড়ালপুলেরই উপরে ডিভাইডার পেরিয়ে উল্টো দিকের লেনে ঢুকে পড়ায় দুর্ঘটনার মুখে পড়ে মৃত্যু হয়েছিল গাড়িচালকের।

Advertisement

বারবার মা উড়ালপুলে দুর্ঘটনা ঘটনায় উদ্বিগ্ন পুলিশের একাংশ। এক পুলিশকর্তার কথায়, ‘‘যতই সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচি প্রচারের ব্যবস্থা করা হোক না কেন, সাধারণ মানুষ সচেতন না হলে দুর্ঘটনা কিছুতেই কমবে না।’’

পুলিশের তরফে জানানো হয়েছে, মা উড়ালপুলে একাধিক জায়গায় বাঁক থাকায় চালকের বেশি করে সাবধানতা অবলম্বন করা উচিত। কিন্তু উড়ালপুলে গাড়ি চালানোর সময়ে গতি নিয়ন্ত্রণ না করার জেরেই বারবার দুর্ঘটনা ঘটছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন