Kolkata News

মেট্রোয় ফের আগুন আতঙ্ক, দমদম স্টেশনে ধোঁয়ায় ভরে গেল নন এসি কামরা

ধোঁয়ায় অসুস্থ পড়েন এক যাত্রী। এই ঘটনার জেরে নোয়াপাড়া থেকে কবি সুভাষগামী মেট্রোর পরিষেবা বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৯ ১২:১২
Share:

দমদম স্টেশনে এই ট্রেনেই আগুনের আতঙ্ক ছড়ায়, ভরে যায় ধোঁয়ায়। —নিজস্ব চিত্র

কলকাতা মেট্রোয় ফের আগুন আতঙ্ক। নোয়াপাড়া থেকে কবি সুভাষগামী একটি নন এসি ট্রেন দমদম স্টেশনের প্ল্যাটফর্ম ছাড়তেই আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় অসুস্থ এক যাত্রী। ব্যাহত হয় মেট্রো পরিষেবা। প্রায় সঙ্গে সঙ্গেই ট্রেন থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন মেট্রোর কর্মীরা।

Advertisement

বৃহ্স্পতিবার নোয়াপাড়া থেকে একটি নন এসি ট্রেন কবি সুভাষের দিকে যাচ্ছিল। ১০.৫৪ মিনিটে দমদম থেকে ছাড়ার পরই সামনের দিক থেকে তিন নম্বর কামরায় ধোঁয়া বেরোতে শুরু করে। মেট্রোর কর্মীরাই সেই ধোঁয়া দেখে চালককে সতর্ক করেন। ভিতরে ধোঁয়া ছড়িয়ে পড়ায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। চালকও বুঝতে পেরে সামান্য এগিয়েই ট্রেনটি থামিয়ে দেন। প্ল্যাটফর্ম থেকে চারটি কামরা বাইরে বেরিয়ে গিয়েছিল। ওই অবস্থায় দাঁড়িয়ে পড়ে ট্রেন। যাত্রীদের মধ্যে আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই নিরাপদে ট্রেন থেকে তাঁদের প্ল্যাটফর্মে নামিয়ে দেন মেট্রো কর্তৃপক্ষ।

ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন হাসনাবাদের বাসিন্দা এক তরুণী। তাঁকে আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার জেরে নোয়াপাড়া থেকে কবি সুভাষগামী মেট্রোর পরিষেবা বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয়। পরে ওই ট্রেনটি সরিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হয় মেট্রো চলাচল। কী কারণে আগুন লেগেছে, তা জানতে তদন্ত শুরু করেছেন মোট্রোর আধিকারিকরা। তবে মেট্রো আধিকারিক এবং যাত্রীরা মনে করছেন, নন এসি কামরা হওয়ায় বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন তাঁরা।

Advertisement

মেট্রোর জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমাদের একজন কর্মী স্টেশন থেকে রেকটি বেরোনর সময় ফুলকি এবং ধোঁয়া দেখতে পান। তিনি সতর্ক করেন। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে যাত্রীদের নিরাপদে বাইরে নিয়ে আসা হয়। ওই রেকটি পাঠিয়ে দেও‌য়া হয় কারশেডে। ১১.১৪ মিনিটে ফের মেট্রো পরিষেবা চালু করা হয়।’’ ইন্দ্রানী এ দিন স্বীকার করেন মেয়াদ উত্তীর্ণ পুরনো রেক বলেই সমস্যা। আমরা রক্ষণাবেক্ষণ করে চালাচ্ছি। তবে তিনি জানিয়েছেন, নতুন রেক এসে গিয়েছে। সেগুলি নামলেই এই সমস্যা দূর হবে।

আরও পড়ুন: ‘আমাদের হাতেও সিআইডি-এসটিএফ আছে’, কেন্দ্রকে পাল্টা হুমকি মমতার

আরও পডু়ন: রাম, কৃষ্ণ গাঁজা খেতেন না, আপনারা কেন! কুম্ভমেলায় সাধুদের কল্কে কেড়ে নিলেন রামদেব

গত ২৮ জানুয়ারি রবীন্দ্র সদন এবং ময়দান স্টেশনের মাঝে একটি এসি মেট্রোয় আগুন লাগে। ওই ঘটনায় অসুস্থ হয়ে পড়েন অন্তত ৪৭ জন যাত্রী। তার প্রায় এক মাসের মাথায় ফের আগুনের আতঙ্কে প্রশ্নের মুখে কলকাতার মেট্রো পরিষেবা।

(কলকাতা শহরের রোজকার ঘটনার বাছাই করা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের কলকাতা বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement