ঘেরাও অধিকর্তা

অনলাইনে লাইসেন্সের পরীক্ষার পাশাপাশি পুরনো প্রক্রিয়ায় পরীক্ষা বজায় রাখার দাবিতে পিভিডি-র অধিকর্তা সি মুরুগানকে ঘেরাও করলেন বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের নেতারা। ঘণ্টা দুয়েক পরে ঘেরাও তুলে নিয়ে সংগঠনের নেতারা জানান, সাত দিনের মধ্যে দাবি পূরণ না হলে আরও বড় আন্দোলনে যাবেন তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মে ২০১৫ ০০:০৩
Share:

অনলাইনে লাইসেন্সের পরীক্ষার পাশাপাশি পুরনো প্রক্রিয়ায় পরীক্ষা বজায় রাখার দাবিতে পিভিডি-র অধিকর্তা সি মুরুগানকে ঘেরাও করলেন বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের নেতারা। ঘণ্টা দুয়েক পরে ঘেরাও তুলে নিয়ে সংগঠনের নেতারা জানান, সাত দিনের মধ্যে দাবি পূরণ না হলে আরও বড় আন্দোলনে যাবেন তাঁরা। যদিও পিভিডি-র অধিকর্তা এ দিন বলেন, ‘‘লাইসেন্স দেওয়ার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই এই ব্যবস্থা চালু হয়েছে। পুরনো প্রক্রিয়া রাখলে ফের দুর্নীতি ঢুকবে। ফলে, ট্যাক্সি সংগঠনের দাবি মানার প্রশ্ন নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement