চাঁদা বৃদ্ধি নিয়ে মারপিট

কলেজে ছাত্র সংসদের চাঁদা বৃদ্ধির প্রতিবাদ করায় এক ছাত্রের নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল আরেক দল ছাত্রের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে, বেলুড় লালবাবা কলেজে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৭ ০১:৫৭
Share:

কলেজে ছাত্র সংসদের চাঁদা বৃদ্ধির প্রতিবাদ করায় এক ছাত্রের নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল আরেক দল ছাত্রের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে, বেলুড় লালবাবা কলেজে।

Advertisement

পুলিশ জানায়, এ দিন তৃতীয় বর্ষের ছাত্র সৌরদীপ ঘোষ কলেজে এসেছিলেন সাপ্লিমেন্টারি পরীক্ষার ফর্ম পূরণ করতে। অভিযোগ, তাঁর কাছে ছাত্র সংসদের চাঁদা বাবদ প্রায় আড়াই হাজার টাকা চাওয়া হয়। কেন চাঁদা এত বাড়ানো হল তা জানতে চাইতেই এক ছাত্রী বচসা জুড়ে দেন। আরও অভিযোগ, এর পরেই ছাত্র সংসদের সদস্য-সহ বেশ কিছু বহিরাগত এসে তাঁকে পেটায়। খবর পেয়ে ছাত্র সংসদের প্রাক্তন সম্পাদক তৃণাশ্রী ভট্টচার্য এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সৌরদীপ বলেন ‘‘ছাত্র সংসদ নির্বাচনের সময় আমাদের মনোনয়ন তুলতে না দেওয়ার জন্য মামলা করেছিলাম। মামলা তুলে নিতে অধ্যক্ষও চাপ দিয়েছিলেন। কিন্তু শুনিনি। সেই পুরনো রাগ থেকেই ওরা হামলা চালালো।’’

অধ্যক্ষ সঞ্জয় কুমার বলেন, ‘‘ছুটিতে রয়েছি। তবে কলেজে মারামারি হয়নি। রাস্তায় হয়ে থাকলে বলতে পারব না। আমি কাউকে মামলা তুলতে চাপ দিইনি।’’ অন্য দিকে ছাত্র সংসদের সম্পাদক অভিষেক কুমারের দাবি, ‘‘দু’দিন পরেই পরীক্ষা। বাড়িতে ছিলাম। ওই ছাত্র এক ছাত্রীর গায়ে হাত দিয়েছিলেন বলে গোলমাল হয়েছে খবর পাই। পরীক্ষার আগে এ সব বাঞ্ছনীয় নয়।’’ বালি থানায় দু’পক্ষই জেনারেল ডায়েরি করেছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন