Kolkata Police

‘উইনার্সের’ দায়িত্ব এ বার পুলিশের প্রতিটি ডিভিশনকে

কলকাতা পুলিশ সূত্রের খবর, মহিলা পুলিশকর্মী এবং অফিসার মিলিয়ে বর্তমানে উইনার্স বাহিনীতে সদস্য সংখ্যা প্রায় ১০০।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ০৮:৫৮
Share:

‘দ্য উইনার্স’ বাহিনী।

বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, শপিং মল থেকে শুরু করে কোথাও কোনও গোলমাল হলে তা ঠেকাতে কিংবা ভিআইপিদের যাতায়াতের পথে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে সাত বছর আগে তৈরি হয়েছিল কলকাতা পুলিশের বিশেষ মহিলা বাহিনী ‘দ্য উইনার্স’। এ বার ওই বাহিনী মোতায়েনের দায়িত্ব তুলে দেওয়া হল কলকাতা পুলিশের ডিভিশনের হাতে। এর জন্য সংশ্লিষ্ট ডিভিশনগুলিকে উইনার্স বাহিনীর ছ’জন করে সদস্য দেওয়া হয়েছে। তাঁরা কোথায় ডিউটি করবেন বা টহল দেবেন, সে সবই ঠিক করবে সেই ডিভিশন। এত দিন এই দায়িত্ব ছিল লালবাজারের হাতে।

কলকাতা পুলিশ সূত্রের খবর, মহিলা পুলিশকর্মী এবং অফিসার মিলিয়ে বর্তমানে উইনার্স বাহিনীতে সদস্য সংখ্যা প্রায় ১০০। এঁদের মধ্যে পাঁচ জন অফিসার, বাকিরা কনস্টেবল। সোমবার জারি করা নির্দেশে বলা হয়েছে, কলকাতা পুলিশের প্রতিটি ডিভিশনে উইনার্স বাহিনীর ছ’জন করে সদস্য দেওয়া হবে। প্রতিটি ডিভিশনের অধীনে সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ যে সব এলাকা রয়েছে, কিংবা যেখানে মেয়েদের স্কুল-কলেজ আছে, মূলত সেই সব জায়গায় টহল দেবেন তাঁরা।

এক পুলিশকর্তা জানান, এর পাশাপাশি কোথাও আইন-শৃঙ্খলাজনিত সমস্যা দেখা দিলে সেখানেও মহিলা পুলিশের এই বিশেষ বাহিনীকে পাঠানো হবে। সোমবার সেই মতো সংশ্লিষ্ট ডিভিশনে যোগ দিয়ে ডিউটিও করেছেন বাহিনীর সদস্যেরা।

২০১৮ সালে মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি হয়েছিল কলকাতা পুলিশের এই বিশেষ নারী বাহিনী। প্রথমে তাঁরা এক জন আইপিএসের অধীনে থাকলেও পরে লালবাজারের তরফে পুলিশকর্তারা সরাসরি বাহিনীকে নিয়ন্ত্রণ করতেন। পুলিশের একাংশের দাবি, এ বার উইনার্স-এর দায়িত্ব ডিভিশনের হাতে যাওয়ায় উপকৃত হবেন সাধারণ নাগরিকেরা। ডিভিশনের ডিউটি করার সঙ্গে উইনার্স-এর অন্য সদস্যেরা ভিআইপি-র নিরাপত্তার ডিউটিও করবেন। তবে, শহরে রাতের নিরাপত্তার ডিউটিতে এই বাহিনীকে ব্যবহার করা হবে কিনা, তা নিয়ে কোনও পুলিশকর্তা কিছু বলতে চাননি। যদিও সূত্রের খবর, নতুন এই ব্যবস্থা ঠিক ভাবে কাজ করছে কিনা, তা নিয়ে প্রতিটি ডিভিশনকে লালবাজারে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন