Eastern Railways

শিয়ালদহ ডিভিশনের হল্ট স্টেশনেও অ্যাপে টিকিট

এত দিন হল্ট স্টেশনে দায়িত্বপ্রাপ্ত এজেন্টদের মাধ্যমে টিকিট বিক্রি হত। ওই ব্যবস্থা চালু থাকার পাশাপাশি মোবাইলে অনলাইন অ্যাপের মাধ্যমে টিকিট কাটার সুবিধাও চালু হল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ মে ২০২৪ ০৮:১০
Share:

—প্রতীকী ছবি।

যাত্রীদের সুবিধার জন্য শিয়ালদহ ডিভিশনের সব ক’টি হল্ট স্টেশনকেও এ বার মোবাইল অ্যাপ নির্ভর টিকিট কাটার ব্যবস্থার আওতায় আনা হল। এর ফলে, যাত্রীদের লম্বা লাইনে অপেক্ষা করার প্রয়োজন পড়বে না। এত দিন হল্ট স্টেশনে দায়িত্বপ্রাপ্ত এজেন্টদের মাধ্যমে টিকিট বিক্রি হত। ওই ব্যবস্থা চালু থাকার পাশাপাশি মোবাইলে অনলাইন অ্যাপের মাধ্যমে টিকিট কাটার সুবিধাও চালু হল।

Advertisement

শিয়ালদহ ডিভিশনের ২০৪টি স্টেশনের মধ্যে ৫৩টি হল্ট স্টেশন রয়েছে। সব ক’টি হল্ট স্টেশনেই ওই সুবিধা চালু হয়েছে। ওই ব্যবস্থার ফলে যে কোনও স্টেশনের অসংরক্ষিত টিকিট কাটা যাবে। তবে ওই অ্যাপে টিকিট কাটার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে। যেমন, সাধারণ রেল স্টেশনের ক্ষেত্রে স্টেশন চত্বরে প্রবেশ করলে ওই অ্যাপ থেকে আর টিকিট কাটা যায় না। সেখানে হল্ট স্টেশনের ক্ষেত্রে নির্দিষ্ট স্টেশন লাগোয়া ট্র্যাকের ২ মিটারের মধ্যে চলে এলে আর অ্যাপ ব্যবহার করে টিকিট কাটা সম্ভব হবে না। শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দীপক নিগম জানিয়েছেন, ওই অ্যাপ ব্যবহার করার ফলে বিভিন্ন হল্ট স্টেশনের যাত্রীদের অসংরক্ষিত টিকিট কাটার ক্ষেত্রে বিশেষ সুবিধা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন