Kolkata Police

কলকাতায় ট্যাক্সিতে উঠে আড়াই কোটি টাকা লুটের অভিযোগ! সময় ধরে ধরে তথ্য সংগ্রহ ও যাচাই পুলিশের

ট্যাক্সিতে উঠে দুই যাত্রীর থেকে ২ কোটি ৬৬ লক্ষ টাকা লুট করার অভিযোগ উঠল কলকাতায়। এন্টালি থানার পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগকারীদের বক্তব্যের প্রেক্ষিতে সময় ধরে ধরে তথ্যসংগ্রহ করে তা যাচাই করে দেখছেন পুলিশকর্মীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মে ২০২৫ ২০:১২
Share:

ট্যাক্সিতে উঠে দুই যাত্রীর থেকে প্রায় আড়াই কোটি টাকা লুটের অভিযোগ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ট্যাক্সিতে উঠে দুই যাত্রীর থেকে নগদ আড়াই কোটির কিছু বেশি টাকা লুট করার অভিযোগ উঠল কলকাতায়। সোমবার ঘটনাটি ঘটেছে এন্টালি থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, বেলা পৌনে ১২টা নাগাদ এসএন ব্যানার্জি রোডের ধারে বৈদেশিক মুদ্রা বিনিময়ের একটি সংস্থার দফতর থেকে বেরিয়ে ট্যাক্সিতে ওঠেন দুই ব্যক্তি। তাঁদের সঙ্গে কিছু ব্যাগ ছিল। তাতে ২ কোটি ৬৬ লক্ষ টাকা রাখা ছিল। ওই ট্যাক্সি ফিলিপ্‌স মোড়ের কাছে পৌঁছোতেই দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি ট্যাক্সিতে ওঠেন। অভিযোগ, অজ্ঞাতপরিচয় ওই দুই ব্যক্তি ট্যাক্সিটিকে কামারডাঙা এলাকায় একটি নির্জন গলিতে নিয়ে যান এবং ওই আড়াই কোটি টাকা লুট করেন।

Advertisement

পরে এই ঘটনায় এন্টালি থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনায় ইতিমধ্যে তদন্তও শুরু করেছে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশ সূত্রে খবর, ওই দুই যাত্রী বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার কর্মী। ওই দুই ব্যক্তি থানায় জানিয়েছেন, তাঁরা ওই টাকা ব্যাঙ্কে জমা করতে যাচ্ছিলেন। মাঝপথে ফিলিপ্‌স মোড়ের কাছে হাত দেখিয়ে দু’জন ওই ট্যাক্সিতে ওঠেন। ট্যাক্সিতে ওঠার পরেই ভয় দেখিয়ে এক প্রকার জোর করেই চালককে কামারডাঙায় একটি নির্জন গলিতে ট্যাক্সিটি নিয়ে যেতে বাধ্য করেন তাঁরা। ওই নির্জন স্থানে আগে থেকে আরও কয়েকজন অপেক্ষা করছিলেন বলে দাবি অভিযোগকারীদের। ট্যাক্সি ওই এলাকায় পৌঁছানোর পর তাঁদের ভয় দেখিয়ে টাকাভর্তি ব্যাগ দুষ্কৃতীরা হাতিয়ে নেন বলে অভিযোগ।

ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযুক্ত ধরা পড়েননি। তবে অভিযোগকারীদের বক্তব্যের ভিত্তিতে ইতিমধ্যে তথ্যসংগ্রহ শুরু করেছে পুলিশ। সময় ধরে ধরে প্রতিটি বক্তব্য যাচাই করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখছে পুলিশের তদন্তকারী দল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement