Police Investigation

ভুয়ো নথি দিয়ে বহু লক্ষ টাকা ব্যাঙ্ক ঋণ, ধৃত আরও এক

ধৃত প্রদীপকে রবিবার ৩০ মে পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে কলকাতার সিজেএম আদালত।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০২৫ ০৯:২৭
Share:

ধৃতের নাম প্রদীপ ভাদানি। —প্রতীকী চিত্র।

ভুয়ো নথি জমা দিয়ে পার্ক স্ট্রিট থানা এলাকার একটি ব্যাঙ্ক থেকে ৪৭ লক্ষ টাকা ঋণ নেওয়ার অভিযোগ উঠেছিল আট জনের বিরুদ্ধে। সেই মামলায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করলেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। ধৃতের নাম প্রদীপ ভাদানি। শনিবার সন্ধ্যায় টালিগঞ্জ থেকে তাকে ধরা হয়। পুলিশের দাবি, এই প্রতারণার মামলায় প্রদীপ মূল ষড়যন্ত্রকারী। এই মামলায় এর আগে এক অভিযুক্তকে ধরেছে পুলিশ। তবে, বাকি ছয় অভিযুক্ত পলাতক।

ধৃত প্রদীপকে রবিবার ৩০ মে পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে কলকাতার সিজেএম আদালত। আদালত সূত্রের খবর, গত বছর নথি জমা দিয়ে আট অভিযুক্ত ওই ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিল। কিন্তু, সেই ঋণ শোধ করা হয়নি। পরে যাচাই করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানতে পারেন, যে সব নথি জমা দিয়ে অভিযুক্তেরা ৪৭ লক্ষ টাকা ঋণ নিয়েছে, সেই সমস্ত নথিই ভুয়ো। তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে ঋণ নেওয়া এক অভিযুক্তকে। তাকে জেরা করে উঠে আসে প্রদীপের নাম।

এ দিন আদালতে সরকারি কৌঁসুলি জানান, ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড-সহ বিভিন্ন নথি দিয়ে ওই ঋণ নেওয়া হয়েছে। দালাল হিসাবে প্রদীপ বাকি অভিযুক্তদের ঋণ পাইয়ে দেওয়ার জন্য ভুয়ো নথি বানিয়েছিল। ধৃত আর এক ব্যক্তি প্রদীপকে টাকাও দিয়েছে। সংশ্লিষ্ট ব্যাঙ্কের কেউ এই প্রতারণায় জড়িত থাকতে পারেন। তাই প্রদীপকে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হোক। প্রদীপের জামিনের আর্জি জানান তাঁর আইনজীবী। সওয়াল শেষে আদালত ধৃতকে পুলিশি হেফাজতে পাঠায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন