পুজোয় যানশাসন নিয়ে নির্দেশ সিপি-র

মঙ্গলবার বিকেলে আলিপুর বডিগার্ড লাইন্সে কলকাতা পুলিশের মাসিক অপরাধ দমন বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন থানার ওসি, ট্র্যাফিক গার্ডের ওসি-সহ এসি এবং ডিসি-রা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৯ ০২:৪৮
Share:

কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা।—ফাইল চিত্র।

পুজোর সময়ে যানবাহনের গতি স্বাভাবিক রাখতে বাহিনীকে নির্দেশ দিলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। একই সঙ্গে পুজোর আগে শহরের রাস্তা মেরামতির কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে পুলিশকে যোগাযোগ রাখার নির্দেশ দেন সিপি।

Advertisement

মঙ্গলবার বিকেলে আলিপুর বডিগার্ড লাইন্সে কলকাতা পুলিশের মাসিক অপরাধ দমন বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন থানার ওসি, ট্র্যাফিক গার্ডের ওসি-সহ এসি এবং ডিসি-রা। পুজোর ক’দিন রাস্তায় পর্যাপ্ত পুলিশবাহিনী যাতে মোতায়েন থাকে, সে বিষয়ে ওসি-দের নির্দেশ দেন কমিশনার। রাতের শহরে অপরাধ ঠেকাতে পুলিশকে বাড়তি সতর্ক থাকার পরামর্শও দেন।

মাঝেরহাট সেতুর পাশাপাশি এ বার পুজোয় বন্ধ চেতলা লকগেট সেতুও। দিন কয়েক আগে শহরের বিভিন্ন পুজো কমিটির সদস্যদের সঙ্গে প্রস্তুতি বৈঠকে কলকাতার পুলিশ কমিশনারের সামনেই যানজটের আশঙ্কার কথা তুলেছিলেন তাঁরা। সেই কথা মনে করিয়ে পুজোর ক’দিন শহরে গাড়ি চলাচল স্বাভাবিক রাখতে পুলিশকে নির্দেশ দেন সিপি। এ ছাড়াও বিভিন্ন থানায় জমে থাকা সমন এবং গ্রেফতারি পরোয়ানাগুলি দ্রুত কার্যকর করতে এ দিনের বৈঠকে উপস্থিত ডিসি, এসি-দের নির্দেশ দেন তিনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন